নিউইয়র্ক ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী ছায়েদুল হকের ইন্তেকাল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৫৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭
  • / ৬০৯ বার পঠিত

ঢাকা: মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে মারা গেছেন। ১৬ ডিসেম্বর শনিবার মহান বিজয় দিবসের সকালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইয়াহি রাজেইন)। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার কর্মকর্তা প্রশান্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তার ছেলে রায়হানুল হক ঢাকা মেডিকেল কলেজের প্রভাষক।
মন্ত্রী ছায়েদুল হক ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে আওয়ামী লীগ থেকে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে শেখ হাসিনার সরকারে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান প্রবীণ এই নেতা।
মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী ছায়েদুল হক গুরুতর অসুস্থ হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে ভর্তি করা হয়। কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জির তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন ছিলেন। ছায়েদুল হক দীর্ঘদিন ধরে জ্বর, ইউরিন ইনফেকশন ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। (দৈনিক ইত্তেফাক)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী ছায়েদুল হকের ইন্তেকাল

প্রকাশের সময় : ১২:৫৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭

ঢাকা: মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে মারা গেছেন। ১৬ ডিসেম্বর শনিবার মহান বিজয় দিবসের সকালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইয়াহি রাজেইন)। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার কর্মকর্তা প্রশান্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তার ছেলে রায়হানুল হক ঢাকা মেডিকেল কলেজের প্রভাষক।
মন্ত্রী ছায়েদুল হক ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে আওয়ামী লীগ থেকে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে শেখ হাসিনার সরকারে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান প্রবীণ এই নেতা।
মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী ছায়েদুল হক গুরুতর অসুস্থ হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে ভর্তি করা হয়। কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জির তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন ছিলেন। ছায়েদুল হক দীর্ঘদিন ধরে জ্বর, ইউরিন ইনফেকশন ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। (দৈনিক ইত্তেফাক)