২০ দলীয় জোটের আবার ৭২ ঘন্টার হরতাল
- প্রকাশের সময় : ০৮:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০১৫
- / ৫৭৮ বার পঠিত
ঢাকা: টানা ৬৬ দিন ধরে চলা আন্দোলনে এ পর্যন্ত দু’জন মুখপাত্রকে বদল করতে হয়েছে বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দুই যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও সালাহউদ্দিন আহমদের পর এবার আরেক যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু জোটটির নতুন মুখপাত্রের দায়িত্ব পেলেন। শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বরকত উল্লাহ বুলুর স্বাক্ষরিত একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। বিবৃতিতে রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে ৭২ ঘণ্টা হরতালের কর্মসূচি দেওয়া হয়।
বিবৃতির পর বিএনপির প্রেস উইং সূত্রে গণমাধ্যম জেনেছে, এখন থেকে বিএনপি ও ২০ দলীয় জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন বরকত উল্লাহ বুলু।
প্রসঙ্গত, রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে এতদিন সালাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমে বিবৃতি পাঠাতেন। সর্বশেষ গত মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টা থেকে ‘আটক’ রয়েছেন বিএনপির অন্যতম এই যুগ্ম-মহাসচিব। তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ গণমাধ্যমে অভিযোগ করে আসছেন, ওই রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সশস্ত্র সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে। যদিও সালাহ উদ্দিন আহমেদকে আটকের কথা গত চার দিনেও স্বীকার করেনি পুলিশ, র্যাবসহ কোনো আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারী অবরোধ কর্মসূচি দেওয়ার পর থেকে এ নিয়ে তৃতীয় নেতার পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা শুরু হল।