ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার মধ্যেও বিএনপি অবরোধ ও হরতাল কর্মসূচী চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় এ কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। গত ৩১ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের পাশের সড়কে অবস্থান নেন। এ সময় তাদের হাতে ছিল নানা শ্লোগান ও দাবি লেখা ফেস্টুন। এছাড়াও মতিঝিল আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও ধানমন্ডি গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক অভিভাবক খালেদা জিয়ার কাছে একটি স্মারকলিপি দেন। অভিভাবকদের পক্ষে সৈয়দা শামীমা জামান এ স্মারকলিপি দেন। বিএনপি কার্যালয়ের একজন কর্মকর্তা সেটি গ্রহণ করেন। এ সময় সেখানে অবস্থানরত আইন-শৃঙ্খলারক্ষা বাহিনীর সদস্যদের দেখা গেছে বেশ তৎপর। (দৈনিক মানবজমিন)