নিউইয়র্ক ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির নয়া চেয়ারম্যান আবু জাফর মাহমুদ মহাসচিব ক্যাপ্টেন (অব:) কাশেম

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০১৫
  • / ১১৬৩ বার পঠিত

নিউইয়র্ক: একাত্তুরের মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের কল্যাণে প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠিত হয়েছে। ৯ সদস্য বিশিষ্ট সমিতির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবু জাফর মাহমুদ আর মহাসচিব মনোনীত হয়েছেন ক্যাপ্টেন (অব:) মোহাম্মদ আবুল কাশেম। গত ১৭ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত সমিতির বিশেষ সাধারণ সভায় নতুন কমিটি গঠিত হয়। খবর ইউএনএ’র।
মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনা লালনকারীদের সংগঠন হিসেবে এই সমিতি জাতির শ্রেষ্ঠ সন্তানদের কল্যাণে কাজ করবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল কর্তৃক নিবন্ধিত সমিতির (জামুকা নিবন্ধন নং-৩৫/২০০৪) বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন সভাপতি অধ্যক্ষ ড. মোহাম্মদ মোফাজ্জল হোসেন। সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সর্বজনাব কবির আহমেদ খান, ক্যাপ্টেন (অব:) আবুল কাশেম, কালী নারায়ন লোধ, অ্যাডভোকেট এ কে এম সুলতান মাহমুদ, মোহাম্মদ আমদাদ হোসেন, অধ্যাপক ডা. আমজাদ হোসেন, জাহাঙ্গীর আমীর, অধ্যক্ষ আব্দুস সাত্তার সিকদার, নূর উদ্দিন চৌধুরী, সাহাবুদ্দিন ও মেজর (অব:) চৌধুরী খালেকুজ্জামান।
সভায় সমিতির অতীত কার্যকলাপ, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে কতিপয় সিদ্ধান্ত গৃহীত ও নতুন কমিটি গঠিত হয়। সভায় বলা হয়: সমিতির উদ্দেশ্য ও আদর্শকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য সমিতিকে গতিশীল ও শক্তিশালী করাই হবে নতুন কমিটির মূল কাজ।
বিশেষ সভার উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে: সমিতির গঠনতন্ত্র, কার্য পরিধি এবং কার্যক্রম আরো সুসংগঠিত করার জন্য যথাশ্রীঘ্র সম্ভব বিস্তারিত প্রতিবেদন আগামী সাধারণ সভায় উপস্থাপন করা, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে সংগঠিত করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের উদ্দেশ্যে সারাদেশে সমিতির শাখা-প্রশাখা গঠন, মুক্তিযোদ্ধাদের সরকারী চাকুরীর বয়সসীমা বৃদ্ধিসহ সকল কল্যাণমূলক দাবি-দাওয়া উপযুক্ত কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা, বিদেশে অবস্থানরত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদেরকে অত্র সংগঠনের সাথে জড়িত করা এবং যথাশীঘ্র সম্ভব সাধারণ সভার মাধ্যমে সমিতির গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ গ্রহণ করা।
মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটির কর্মকর্তারা হচ্ছেন: চেয়ারম্যান- আবু জাফর মাহমুদ, ভাইস চেয়ারম্যান- অধ্যক্ষ ড. মোহাম্মদ মোফাজ্জল হোসেন, মহাসচিব- ক্যাপ্টেন (অব:) আবুল কাশেম, যুগ্ম মহাসচিব- কালী নারায়ন লোধ, অর্থ সম্পাদক- অ্যাডভোকেট এ কে এম সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক- মোহাম্মদ আমদাদ হোসেন, সদস্য- জাহাঙ্গীর আমীর, অধ্যক্ষ আব্দুস সাত্তার সিকদার ও নূর উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির নব নির্বাচিত চেয়ারম্যান আবু জাফর মাহমুদ নিউইয়র্কের পরিচিত মুখ। তিনি চট্টগ্রাম জেলা সদর মুক্তিযোদ্ধা সংসদ ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এবং নিউইয়র্ক থেকে প্রকাশিত সাউথ এশিয়ান টাইমস-এর সাবেক সম্পাদক।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির নয়া চেয়ারম্যান আবু জাফর মাহমুদ মহাসচিব ক্যাপ্টেন (অব:) কাশেম

প্রকাশের সময় : ০৯:০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০১৫

নিউইয়র্ক: একাত্তুরের মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের কল্যাণে প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠিত হয়েছে। ৯ সদস্য বিশিষ্ট সমিতির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবু জাফর মাহমুদ আর মহাসচিব মনোনীত হয়েছেন ক্যাপ্টেন (অব:) মোহাম্মদ আবুল কাশেম। গত ১৭ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত সমিতির বিশেষ সাধারণ সভায় নতুন কমিটি গঠিত হয়। খবর ইউএনএ’র।
মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনা লালনকারীদের সংগঠন হিসেবে এই সমিতি জাতির শ্রেষ্ঠ সন্তানদের কল্যাণে কাজ করবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল কর্তৃক নিবন্ধিত সমিতির (জামুকা নিবন্ধন নং-৩৫/২০০৪) বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন সভাপতি অধ্যক্ষ ড. মোহাম্মদ মোফাজ্জল হোসেন। সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সর্বজনাব কবির আহমেদ খান, ক্যাপ্টেন (অব:) আবুল কাশেম, কালী নারায়ন লোধ, অ্যাডভোকেট এ কে এম সুলতান মাহমুদ, মোহাম্মদ আমদাদ হোসেন, অধ্যাপক ডা. আমজাদ হোসেন, জাহাঙ্গীর আমীর, অধ্যক্ষ আব্দুস সাত্তার সিকদার, নূর উদ্দিন চৌধুরী, সাহাবুদ্দিন ও মেজর (অব:) চৌধুরী খালেকুজ্জামান।
সভায় সমিতির অতীত কার্যকলাপ, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে কতিপয় সিদ্ধান্ত গৃহীত ও নতুন কমিটি গঠিত হয়। সভায় বলা হয়: সমিতির উদ্দেশ্য ও আদর্শকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য সমিতিকে গতিশীল ও শক্তিশালী করাই হবে নতুন কমিটির মূল কাজ।
বিশেষ সভার উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে: সমিতির গঠনতন্ত্র, কার্য পরিধি এবং কার্যক্রম আরো সুসংগঠিত করার জন্য যথাশ্রীঘ্র সম্ভব বিস্তারিত প্রতিবেদন আগামী সাধারণ সভায় উপস্থাপন করা, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে সংগঠিত করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের উদ্দেশ্যে সারাদেশে সমিতির শাখা-প্রশাখা গঠন, মুক্তিযোদ্ধাদের সরকারী চাকুরীর বয়সসীমা বৃদ্ধিসহ সকল কল্যাণমূলক দাবি-দাওয়া উপযুক্ত কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা, বিদেশে অবস্থানরত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদেরকে অত্র সংগঠনের সাথে জড়িত করা এবং যথাশীঘ্র সম্ভব সাধারণ সভার মাধ্যমে সমিতির গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ গ্রহণ করা।
মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটির কর্মকর্তারা হচ্ছেন: চেয়ারম্যান- আবু জাফর মাহমুদ, ভাইস চেয়ারম্যান- অধ্যক্ষ ড. মোহাম্মদ মোফাজ্জল হোসেন, মহাসচিব- ক্যাপ্টেন (অব:) আবুল কাশেম, যুগ্ম মহাসচিব- কালী নারায়ন লোধ, অর্থ সম্পাদক- অ্যাডভোকেট এ কে এম সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক- মোহাম্মদ আমদাদ হোসেন, সদস্য- জাহাঙ্গীর আমীর, অধ্যক্ষ আব্দুস সাত্তার সিকদার ও নূর উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির নব নির্বাচিত চেয়ারম্যান আবু জাফর মাহমুদ নিউইয়র্কের পরিচিত মুখ। তিনি চট্টগ্রাম জেলা সদর মুক্তিযোদ্ধা সংসদ ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এবং নিউইয়র্ক থেকে প্রকাশিত সাউথ এশিয়ান টাইমস-এর সাবেক সম্পাদক।