মাহমুদুর রহমান মান্না আটক
- প্রকাশের সময় : ১০:২৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৫
- / ৯২৬ বার পঠিত
ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাত সাড়ে ৩টার (বাংলাদেশে সময়)দিকে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার স্ত্রী মেহের নিগার।
মেহের নিগার ২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে গুলশান-২ এর নিজ বাসায় সাংবাদিকদের জানান, তার স্বামী রাতে বনানীর ১৭ নম্বর সড়কের ই-ব্লকের ১২ নম্বর বাসায় ছিলেন। বাসাটি মান্নার ভাতিজি শাহনামা শারমিনের।
তিনি জানান, ওই বাসা থেকে রাত সাড়ে ৩টার দিকে ডিবি পুলিশ তার স্বামীকে আটক করে নিয়ে যায়। শাহনামা শারমিন রাতেই ফোন করে তাকে এ কথা জানান।
মেহের নিগার আরো জানান, আটক হওয়ার আগে সোমবার রাত ১২টার দিকে স্বামী মান্নার সঙ্গে তার কথা হয়। মান্নার ভাতিঝি শাহনামা শারমিন নিজ বাসায় সাংবাদিকদের জানান, রাত সাড়ে ৩টার দিকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের বাসায় কড়া নাড়েন। এ সময় তার চাচা (মান্না) ঘুমিয়েছিলেন। ডিবি পুলিশ তাকে জানান যে, তারা মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে যেতে এসেছেন।
তিনি জানান, চাচাকে ঘুম থেকে জাগিয়ে এ খবর জানানো হয়। ঘুম থেকে উঠে ডিবি পুলিশের কাছে পোশাক পরার সময় চান। পোশাক পরা শেষ হলে পুলিশ তাকে নিয়ে চলে যায়। তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে ব্যাপারে ডিবি পুলিশ তাদের কিছু জানায়নি।
উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারী রোববার ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এবং একজন অজ্ঞাত ব্যক্তির সঙ্গে মাহমুদুর রহমান মান্নার ফোনালাপের অডিও টেপ ফাঁস হয়। চলমান পরিস্থিতি নিয়ে এবং আন্দোলন বেগবান করতে ওই কথোপকথনে সরকার পতনের বিভিন্ন ইস্যু তৈরির বিষয় উঠে আসে। এই অডিও টেপ ফাঁস হওয়ার পর মন্ত্রিসভায় ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে মান্নাকে গ্রেফতারের দাবী উঠে।
এক সময়ের বামধারার ছাত্রনেতা ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না আশির দশকে আওয়ামী লীগে যোগ দেন। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পান তিনি। তখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদে ছিলেন তিনি। ২০০৮ সালের নির্বাচনের পর পদ হারান মান্না। এর পর নাগরিক ঐক্য নামে একটি দল গঠন করেন নিজেই। (দৈনিক যুগান্তর)