নিউইয়র্ক ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মান্না-খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৫৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০১৫
  • / ৬৬৩ বার পঠিত

ঢাকা: টেলিকথোপকথনে সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। ৫ মার্চ বৃহস্পতিবার পুলিশের করা এই মামলায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকেও আসামি করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের আগে সরকারের অনুমোদনের প্রয়োজন হয়।
গত ৪ মার্চ স্বাক্ষর করা অনুমতিপত্র বৃহস্পতিবার পুলিশ পাওয়ার পরপরই এই মামলা দায়ের হয় বলে ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার নূরুল আলম জানিয়েছেন।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন,“বৈধ সরকারকে অবৈধভাবে উচ্ছেদের চেষ্টার অংশ হিসাবে ধ্বংসাত্মক কর্মকান্ড চালানোর পরিকল্পনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যাচেষ্টার মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে এই দুজনের বিরুদ্ধে।” গুলশান থানার উপ পরিদর্শক শেখ সোহেল বাদী হয়ে সন্ধ্যায় এই মামলা করেন।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্নার সঙ্গে নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান খোকার টেলিআলাপের একটি অডিও ক্লিপ গত ২২ ফেব্রুয়ারী প্রকাশিত হলে তা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।
ফাঁস হওয়া টেলিফোন কথোপকথনে ঢাকার সাবেক মেয়র খোকার সঙ্গে আলাপচারিতায় সরকারবিরোধী আন্দোলন জোরদারে বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলা নিয়ে মান্নাকে কথা বলতে শোনা গেছে।
একই দিন অন্য এক ব্যক্তির সঙ্গেও মান্নার কথোপকথনের আরেকটি অডিও ক্লিপ প্রকাশ হয়। যাতে চলমান পরিস্থিতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের বিষয়ে তাকে আগ্রহ প্রকাশ করতে শোনা যায়।
উল্লেখ্য, দেশের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে জাতীয় সংলাপের অন্যতম উদ্যোক্তা মান্নার এই কথোপকথন ফাঁসের পর গত ২৪ ফেব্রুয়ারী পুলিশ মান্নাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে। সেই মামলায় তাকে ২৫ ফেব্রুয়ারী ১০ দিনের রিমান্ডে নিয়ে এখনও জিজ্ঞাসাবাদ করছে। ওই মামলায় জিজ্ঞাসাবাদের মধ্যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হল।
এক সময়ের আওয়ামী লীগ নেতা মান্না বর্তমানে নাগরিক ঐক্য নামে একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। জরুরী অবস্থার সময় সংস্কারপšী’ হিসেবে আওয়ামী লীগে চিহ্নিত হওয়ার পর তিনি দলে অপাঙক্তেয় হয়ে পড়েন। ছাত্রজীবনে বামপন্থী সংগঠনে যুক্ত মান্না ডাকসুতে দুই বার ভিপি নির্বাচিত হন। চাকসুতেও জিএস ছিলেন তিনি।
অপরদিকে, বিএনপি জোটের লাগাতার হরতাল-অবরোধের মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থানরত খোকা সেখানে বিভিন্ন কর্মসূচীতে সক্রিয় রয়েছেন। আট মাস ধরে নিউ ইয়র্কে থাকা খোকা ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন বলে প্রবাসী বিএনপি নেতারা জানিয়েছেন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

মান্না-খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রকাশের সময় : ১১:৫৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০১৫

ঢাকা: টেলিকথোপকথনে সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। ৫ মার্চ বৃহস্পতিবার পুলিশের করা এই মামলায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকেও আসামি করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের আগে সরকারের অনুমোদনের প্রয়োজন হয়।
গত ৪ মার্চ স্বাক্ষর করা অনুমতিপত্র বৃহস্পতিবার পুলিশ পাওয়ার পরপরই এই মামলা দায়ের হয় বলে ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার নূরুল আলম জানিয়েছেন।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন,“বৈধ সরকারকে অবৈধভাবে উচ্ছেদের চেষ্টার অংশ হিসাবে ধ্বংসাত্মক কর্মকান্ড চালানোর পরিকল্পনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যাচেষ্টার মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে এই দুজনের বিরুদ্ধে।” গুলশান থানার উপ পরিদর্শক শেখ সোহেল বাদী হয়ে সন্ধ্যায় এই মামলা করেন।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্নার সঙ্গে নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান খোকার টেলিআলাপের একটি অডিও ক্লিপ গত ২২ ফেব্রুয়ারী প্রকাশিত হলে তা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।
ফাঁস হওয়া টেলিফোন কথোপকথনে ঢাকার সাবেক মেয়র খোকার সঙ্গে আলাপচারিতায় সরকারবিরোধী আন্দোলন জোরদারে বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলা নিয়ে মান্নাকে কথা বলতে শোনা গেছে।
একই দিন অন্য এক ব্যক্তির সঙ্গেও মান্নার কথোপকথনের আরেকটি অডিও ক্লিপ প্রকাশ হয়। যাতে চলমান পরিস্থিতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের বিষয়ে তাকে আগ্রহ প্রকাশ করতে শোনা যায়।
উল্লেখ্য, দেশের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে জাতীয় সংলাপের অন্যতম উদ্যোক্তা মান্নার এই কথোপকথন ফাঁসের পর গত ২৪ ফেব্রুয়ারী পুলিশ মান্নাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে। সেই মামলায় তাকে ২৫ ফেব্রুয়ারী ১০ দিনের রিমান্ডে নিয়ে এখনও জিজ্ঞাসাবাদ করছে। ওই মামলায় জিজ্ঞাসাবাদের মধ্যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হল।
এক সময়ের আওয়ামী লীগ নেতা মান্না বর্তমানে নাগরিক ঐক্য নামে একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। জরুরী অবস্থার সময় সংস্কারপšী’ হিসেবে আওয়ামী লীগে চিহ্নিত হওয়ার পর তিনি দলে অপাঙক্তেয় হয়ে পড়েন। ছাত্রজীবনে বামপন্থী সংগঠনে যুক্ত মান্না ডাকসুতে দুই বার ভিপি নির্বাচিত হন। চাকসুতেও জিএস ছিলেন তিনি।
অপরদিকে, বিএনপি জোটের লাগাতার হরতাল-অবরোধের মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থানরত খোকা সেখানে বিভিন্ন কর্মসূচীতে সক্রিয় রয়েছেন। আট মাস ধরে নিউ ইয়র্কে থাকা খোকা ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন বলে প্রবাসী বিএনপি নেতারা জানিয়েছেন।