নিউইয়র্ক ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মাগুরা-১ আসনের এমপি প্রফেসর ডা. আকবরের ইন্তেকাল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:০০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০১৫
  • / ৫৯২ বার পঠিত

ঢাকা: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জাতীয় সংসদ সদস্য-এমপি (মাগুরা-১ আসন) প্রফেসর ডা. এম এস আকবর (৭৪) ইন্তেকাল করেছেন। সোমবার (৯ মার্চ) রাতে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালের খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঢাকায় জাতীয় সংসদ ভবন প্লাজাসহ নিজ এলাকায় জানাজা শেষে তার মরদেহ দাফন করার কথা।
প্রফেসর ডা. এম এস আকবরের একান্ত সচিব আবু রেজা নান্টু জানান, মাগুরা থেকে ঢাকার নিজ বাসায় যাবার পথে সন্ধ্যার পরপরই ঢাকার সাভার এলাকায় গাড়ির মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে (সোহরাওয়ার্দী হাসপাতাল) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা রাত ৮ টার দিকে তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রফেসর আকবরের জন্ম মাগুরা সদরের হাজীপুর গ্রামে। ১৯৯৬ সাল থেকে শুরু করে তিনি পরপর চার বার মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এছাড়া দ্বিতীয় বারের মত বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে জেলার মানুষের কাছে খুবই জনপ্রিয় ব্যক্তি হিসেবে সুখ্যাত ছিলেন। তাছাড়া আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে তিনি সমধিক পরিচিত।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

মাগুরা-১ আসনের এমপি প্রফেসর ডা. আকবরের ইন্তেকাল

প্রকাশের সময় : ০৯:০০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০১৫

ঢাকা: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জাতীয় সংসদ সদস্য-এমপি (মাগুরা-১ আসন) প্রফেসর ডা. এম এস আকবর (৭৪) ইন্তেকাল করেছেন। সোমবার (৯ মার্চ) রাতে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালের খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঢাকায় জাতীয় সংসদ ভবন প্লাজাসহ নিজ এলাকায় জানাজা শেষে তার মরদেহ দাফন করার কথা।
প্রফেসর ডা. এম এস আকবরের একান্ত সচিব আবু রেজা নান্টু জানান, মাগুরা থেকে ঢাকার নিজ বাসায় যাবার পথে সন্ধ্যার পরপরই ঢাকার সাভার এলাকায় গাড়ির মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে (সোহরাওয়ার্দী হাসপাতাল) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা রাত ৮ টার দিকে তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রফেসর আকবরের জন্ম মাগুরা সদরের হাজীপুর গ্রামে। ১৯৯৬ সাল থেকে শুরু করে তিনি পরপর চার বার মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এছাড়া দ্বিতীয় বারের মত বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে জেলার মানুষের কাছে খুবই জনপ্রিয় ব্যক্তি হিসেবে সুখ্যাত ছিলেন। তাছাড়া আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে তিনি সমধিক পরিচিত।