ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছায় মঙ্গলবার (১০ মার্চ) দেশব্যাপী বিজয় মিছিলের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানিয়েছেন, এই জয়ে এবং বাংলাদেশ দলের এগিয়ে চলায় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। আর সারা দেশের মানুষকে বিজয়ের উল্লাসে শামিল হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠায় বাংলাদেশ দলের জন্য ২০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এ ঘোষণা দিয়েছেন বলে ৯ মার্চ সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
অন্যদিকে এ বিজয় উপলক্ষে মঙ্গলবার ২০ দলের পক্ষে সারা দেশে মিছিল করা হবে। একই সঙ্গে পূর্বঘোষিত হরতাল মঙ্গলবার সকাল থেকে ১২ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে। পাশাপাশি নতুন করে হরতাল ডাকা হয়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত। সোমবার রাতে ২০ দলের পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সই করা এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রথমবারের মতো বিশ্বকাপে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ায় মঙ্গলবার ২০ দলের পক্ষ থেকে সারা দেশে এ বিজয়কে অভিনন্দন জানিয়ে মিছিল হবে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বঘোষিত হরতাল কর্মসূচি শিথিল করা হয়েছে। তবে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপ ক্রিকেটে অবিস্মরণীয় বিজয় অর্জনের জন্য বিএনপি ও ২০ দলীয় জোট গর্বিত ও আনন্দিত। দল ও জোটের পক্ষে খালেদা জিয়া বাংলাদেশ দলের সব খেলোয়াড় ও কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন প্রত্যাশা করেন, বাংলাদেশ ক্রিকেট দল সামনের ম্যাচগুলোতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
২০ দলীয় জোটের বিজয় মিছিলের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘বিজয় মিছিল তারা করতে পারবে। কিন্তু বিশৃঙ্খলার চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ (দৈনিক কালের কন্ঠ)