রবিবার, জুলাই ৩, ২০২২
No Result
View All Result
হককথা
  • প্রচ্ছদ
  • নিউইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • তথ্য প্রযুক্তি
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • এক স্লিপ
  • লাইফ স্টাইল
  • আরো
    • যুক্তরাষ্ট্র
    • স্বাস্থ্য
    • মুক্তাঙ্গন
    • সাহিত্য
    • সাক্ষাতকার
    • সম্পাদকীয়
    • মিডিয়া
    • জাতিসংঘ
    • ইউএস প্রেসিডেন্ট ইলেকশন
    • স্মরণ
    • বিশ্বকাপ ক্রিকেট
    • বিশ্বকাপ ফুটবল
    • ক্লাসিফাইড
  • প্রচ্ছদ
  • নিউইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • তথ্য প্রযুক্তি
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • এক স্লিপ
  • লাইফ স্টাইল
  • আরো
    • যুক্তরাষ্ট্র
    • স্বাস্থ্য
    • মুক্তাঙ্গন
    • সাহিত্য
    • সাক্ষাতকার
    • সম্পাদকীয়
    • মিডিয়া
    • জাতিসংঘ
    • ইউএস প্রেসিডেন্ট ইলেকশন
    • স্মরণ
    • বিশ্বকাপ ক্রিকেট
    • বিশ্বকাপ ফুটবল
    • ক্লাসিফাইড
হককথা
No Result
View All Result
Home বাংলাদেশ

নিজামীর ফাঁসি বহাল

হক কথা by হক কথা
জানুয়ারি ৬, ২০১৬
in বাংলাদেশ
0

ঢাকা: বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা ও নেতৃত্বদানের অভিযোগসহ পৃথক তিনটি অপরাধে একাত্তরে আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ বুধবার (৬ জানুয়ারী) এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর বিচারপতিরা হচ্ছেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সকাল ৯টা ৫ মিনিটে বিচারপতিরা বেঞ্চে বসার পর মাত্র এক মিনিটে সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হয়। এ রায়ে নিজামীকে ১, ৩ ও ৪ নম্বর অভিযোগ থেকে খালাস দেয়া হয় এবং ২, ৬, ৭, ৮ ও ১৬ নম্বর অভিযোগে তার সাজা বহাল রাখা হয়।
এর আগে ২০১৪ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াতে ইসলামীর এ আমীরকে সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ডের রায় দেন। ওই রায়ে নিজামীর বিরুদ্ধে আনা ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগে ফাঁসির আদেশ দেয়া হয়। আর ১, ৩, ৭ ও ৮ নম্বর অভিযোগে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। প্রসিকিউশনের আনা মোট ১৬ অভিযোগের মধ্যে বাকি ৮টি প্রমাণিত না হওয়ায় সেগুলো থেকে তাকে খালাস দেন ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে একই বছরের ২৩ নভেম্বর সুপ্রিমকোটের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন চারদলীয় জোট সরকারের সাবেক এ মর্ন্ত্রী। আপিলে ৭৩ বছর বয়সী নিজামীর খালাস চাওয়া হয়। গতবছরের ৯ সেপ্টেম্বর আপিলের ওপর শুনানি শুরু হয়। ৮ ডিসেম্বর ওই আপিলের ওপর আসামিপক্ষ ও সরকারপক্ষের শুনানি গ্রহণ শেষে আপিল বিভাগ ৬ জানুয়ারী রায়ের দিন ধার্য করেন।
বুধবার রায় ঘোষণার পর নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, পাকিস্তানী যুদ্ধাপরাধী যারা মূল হোতা তাদের ছেড়ে দিয়ে নিজামীর বিচার করা হয়েছে। তাদের সহযোগী হিসেবে নিজামীর মৃত্যুদন্ড হতে পারে না। অপরদিকে নিজামীর চরম দন্ড হওয়ায় স্বস্তি প্রকাশ করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, রায়ে প্রত্যাশা পূরণ হয়েছে। এছাড়া আপিলে নিজামীর ফাঁসির দন্ড বহাল থাকায় দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হয়েছে।
যুদ্ধাপরাধের বহু প্রতীক্ষিত বিচার শুরুর পর এটি ষষ্ঠ মামলা, যার ওপর আপিল আদালতের চূড়ান্ত রায় হল। এর আগে পাঁচটি রায়ের মধ্যে চারটিতে জামায়াতের দুই সহকারী সেক্রেটারী জেনারেল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হয়েছে। আপিল বিভাগের আরেক রায়ে জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছিল।
যেসব অভিযোগে ফাঁসি বহাল: আপিল বিভাগ নিজামীর বিরুদ্ধে আনা ২ নম্বর অভিযোগে ফাঁসি বহাল রেখেছেন। এ অভিযোগে বলা হয়- একাত্তরের ১০ মে বেলা ১১টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার বাউশগাড়ি গ্রামের রূপসী প্রাথমিক বিদ্যালয়ে একটি সভা হয়। স্থানীয় শান্তি কমিটির সদস্য ও রাজাকারদের উপস্থিতিতে ওই সভায় নিজামী বলেন, শিগগিরই পাকিস্তানী সেনারা শান্তি রক্ষার জন্য আসবে। ওই সভার পরিকল্পনা অনুসারে ১৪ মে ভোর সাড়ে ৬টার দিকে বাউশগাড়ি, ডেমরা ও রূপসী গ্রামের প্রায় সাড়ে ৪০০ মানুষকে পাকিস্তানী সেনারা হত্যা করে।
৩০-৪০ জন নারীকে সেদিন ধর্ষণ করে পাকিস্তানী সেনা ও রাজাকার বাহিনীর সদস্যরা।
ফাঁসি বহাল থাকা ৬ নম্বর অভিযোগে বলা হয়, একাত্তরে ধুলাউড়ি গ্রামে ডা. আবদুল আউয়ালের বাড়িতে মুক্তিযোদ্ধারা আশ্রয় নিয়েছে, এমন খবর আসে নিজামীর কাছে। এ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য নিজামীসহ একদল পাকিস্তানী সেনা ও তাদের দোসর রাজাকার বাহিনীর সদস্যরা গ্রামের পথে নেমে পড়ে। মুক্তিযোদ্ধাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তিনি ওই বাড়ি ঘেরাও করার নির্দেশ দেন। এ সময় ওই বাড়িতে অবস্থানরত মুক্তিযোদ্ধাসহ ৩০ জনকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এদের মধ্যে ৪ জন মুক্তিযোদ্ধাকে আটক করে ইছামতি নদীর পাড়ে নেয়া হয়। সেখানে দাঁড় করিয়ে উপর্যুপরি বেয়োনেট দিয়ে খুঁচিয়ে তাদের হত্যা করা হয়। নির্মমভাবে হত্যার পর একই এলাকায় ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগও ঘটানো হয়। সেদিন মুক্তিযোদ্ধা তল্লাশির নামে কয়েকটি বাড়ি ঘেরাও করে গুলিবর্ষণ করে তাদের হত্যা করা হয়। ফাঁসি বহাল থাকা ১৬ নম্বর অভিযোগটি ছিল বুদ্ধিজীবী হত্যা সংক্রান্ত। এতে বলা হয়, জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিলেন। সে সময় ছাত্রসংঘের সদস্যদের নিয়ে আলবদর বাহিনী গঠন করা হয়। এটি জামায়াতে ইসলামীর প্রাইভেট বাহিনী হিসেবে গঠিত হয়। এ সংগঠনের প্রধান ছিলেন নিজামী। বাহিনীর বেশির ভাগ সদস্য শান্তি কমিটির ও ছাত্রসংঘের সদস্য ছিলেন। এরা পরে পাকিস্তান হানাদার বাহিনীর দোসর হিসেবে জঘন্য মানবতাবিরোধী অপরাধ করে। মুক্তিযুদ্ধ চলাকালে ছাত্রসংঘের সভাপতি ও আলবদরের প্রধান হিসেবে দেশের বুদ্ধিজীবী হত্যাকান্ডে নিজামী জড়িত ছিলেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দন্ডিত নিজামী চারদলীয় জোট সরকারের মন্ত্রী থাকাকালে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায়ও ফাঁসির দন্ডপ্রাপ্ত।
যাবজ্জীবন বহাল: বৃশালিখা গ্রামের সোহরাব আলী হত্যা (৭ নম্বর অভিযোগ) এবং রুমী, বদি, জালালসহ সাত গেরিলা যোদ্ধা হত্যার প্ররোচনার (৮ নম্বর অভিযোগ) দায়ে নিজামীকে যাবজ্জীবন কারাদন্ড দেন ট্রাইব্যুনাল। এ দুটি অভিযোগে ট্রাইব্যুনালের দেয়া সাজা বহাল রেখেছেন আপিল বিভাগ।
যেসব অভিযোগে খালাস: নিজামীর বিরুদ্ধে আনা চার নম্বর অভিযোগে ট্রাইব্যুনাল ফাঁসির আদেশ দিয়েছিলেন। আপিল বিভাগ ওই অভিযোগ থেকে নিজামীকে খালাস দিয়েছেন। এ অভিযোগে বলা হয়েছিল, একাত্তরের ৮ মে ভোরে পাবনার সাঁথিয়া উপজেলার করমচা গ্রামে নিজামীর নির্দেশে সুরেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে হামলা চালায় রাজাকার আলবদর বাহিনী। ঠাকুরবাড়ি ও পাশের বাড়ির লোকজনকে ধরে এনে সেখানকার এক মন্দিরের সামনে লাইনে দাঁড় করিয়ে গুলি করে তাদের হত্যা করা হয়। এছাড়া তারই নির্দেশনা ও পরিকল্পনায় রাজাকার বাহিনী একই গ্রামের হাবিবুর রহমান নামে একজনকে হত্যা করে। পাশাপাশি নিজামীর নির্দেশে ওই এলাকার বাসিন্দা আজগর মিয়ার স্ত্রীকে ধর্ষণ ও আহেদ প্রামাণিকের বাড়ি লুট করে আগুন ধরিয়ে দেয়া হয়। এছাড়া শিবানী ও পাশের গ্রামের হালদারের বোনকেও ধর্ষণ করা হয়। আর মেঘা ঠাকুরের ঘরের সব মালামাল লুট করে নিয়ে যায় রাজাকাররা। এ গ্রামে তারা অগ্নিসংযোগ করে বাড়িঘর জ্বালিয়ে দেয়।
নিজামীর বিরুদ্ধে এক নম্বর অভিযোগটি ছিল পাবনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মাওলানা কছিমুদ্দিন হত্যা সংক্রান্ত। আর তিন নম্বর অভিযোগটি ছিল ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ফিজিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটে পাকিস্তানী সেনা, রাজাকার ও আলবদর বাহিনীর ক্যাম্পে নিয়মিত যাতায়াত ও মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্রের। এ দুটি অভিযোগে ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন কারাদন্ড দেন। দুটি অভিযোগ থেকেই আপিল বিভাগ নিজামীকে খালাস দিয়েছেন। এছাড়া ৫ নম্বর অভিযোগ এবং ৯ থেকে ১৫ নম্বর অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেগুলোতে ট্রাইব্যুনাল থেকেই খালাস পান তিনি।
২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি মামলায় মতিউর রহমান নিজামীকে গ্রেফতার করার পর ওই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর ২০১৩ সালের ২৮ মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে জামায়াত আমীরের যুদ্ধাপরাধের বিচার শুরু হয়।
তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানসহ প্রসিকিউশনের পক্ষে মোট ২৬ জন এ মামলায় সাক্ষ্য দেন।
নিজামীর পক্ষে সাফাই সাক্ষ্য দেন তার ছেলে মোহাম্মদ নাজিবুর রহমানসহ মোট চারজন। (দৈনিক যুগান্তর)

Tags: Nizami Hang Final_06 Jan'2015
Previous Post

টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ’র সাধারণ সভা ১৭ জানুয়ারী

Next Post

প্রাকৃতিক উপায়ে চুলকে করুন ঝলমলে আর সোজা

Related Posts

পদ্মা সেতুর অর্থায়ন বন্ধের অভিযোগের জবাব দিলো ইউনূস সেন্টার
বাংলাদেশ

পদ্মা সেতুর অর্থায়ন বন্ধের অভিযোগের জবাব দিলো ইউনূস সেন্টার

by হক কথা
জুন ৩০, ২০২২
‘সবার জন্য পেনশন’ শিগগিরই সংসদে উঠবে
বাংলাদেশ

‘সবার জন্য পেনশন’ শিগগিরই সংসদে উঠবে

by হক কথা
জুন ৩০, ২০২২
তাদের ভেতর বাহিরের রূপ ভিন্ন
বাংলাদেশ

তাদের ভেতর বাহিরের রূপ ভিন্ন

by হক কথা
জুন ৩০, ২০২২
গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
বাংলাদেশ

গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা

by হক কথা
জুন ৩০, ২০২২
‘প্রতিকূলতা কাটিয়ে ওঠা বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের শ্রদ্ধা’
বাংলাদেশ

‘প্রতিকূলতা কাটিয়ে ওঠা বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের শ্রদ্ধা’

by হক কথা
জুন ৩০, ২০২২
Next Post

প্রাকৃতিক উপায়ে চুলকে করুন ঝলমলে আর সোজা

নিজামীর ফাঁসি রায় বহালে নিউইয়র্কে আনন্দ সমাবেশ

সর্বশেষ খবর

জাকজমক অভিষেক অনুষ্ঠানের অর্থ বন্যা দুর্গতদের মাঝে বিতরণ

জাকজমক অভিষেক অনুষ্ঠানের অর্থ বন্যা দুর্গতদের মাঝে বিতরণ

জুলাই ২, ২০২২
চতুর্থবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন

চতুর্থবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন

জুলাই ১, ২০২২
বন্দি-প্রত্যার্পণ: ইউক্রেনে ফিরলেন ১৪৪ জন সেনা

বন্দি-প্রত্যার্পণ: ইউক্রেনে ফিরলেন ১৪৪ জন সেনা

জুন ৩০, ২০২২
প্রথমবারের মতো চীনকে ‘চ্যালেঞ্জ’ হিসেবে তালিকাভুক্ত করল ন্যাটো

প্রথমবারের মতো চীনকে ‘চ্যালেঞ্জ’ হিসেবে তালিকাভুক্ত করল ন্যাটো

জুন ৩০, ২০২২
আনন্দঘন পরিবেশে চবি এলামনাই এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

আনন্দঘন পরিবেশে চবি এলামনাই এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

জুন ৩০, ২০২২
জিতলেন গভর্ণর ক্যাথি হকুল : জয়ী ৫ বাংলাদেশী

জিতলেন গভর্ণর ক্যাথি হকুল : জয়ী ৫ বাংলাদেশী

জুন ৩০, ২০২২
মেক্সিকোয় আবার সাংবাদিক হত্যা

মেক্সিকোয় আবার সাংবাদিক হত্যা

জুন ৩০, ২০২২
ইউক্রেনে ১০০ কোটি পাউন্ডের সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

ইউক্রেনে ১০০ কোটি পাউন্ডের সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

জুন ৩০, ২০২২
ADVERTISEMENT
হককথা

Editor: ABM Salahuddin Ahmed
Ass. Editor: Samiul Islam

Mailing Address: 87-50 Kingston Pl,
Apt #5H, Jamaica, NY 11432
Contact: +1 347-848-3834
E-mail: hakkathany@gmail.com
Published by WEEKLY HAKKATHA Inc.

আজকের দিন-তারিখ

  • রবিবার (দুপুর ১২:৪৮)
  • ৩রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ
  • ৩রা জিলহজ, ১৪৪৩ হিজরি
  • ১৯শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ (বর্ষাকাল)

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

হককথা বিশেষ সংখ্যা

  • Terms
  • Policy
  • Contact Us

© 2021 Hakkatha - Develop by Tech Avalon.

No Result
View All Result
  • হক কথা
  • নিউইয়র্ক
  • বাংলাদেশ
  • প্রবাস
  • যুক্তরাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • ক্লাসিফাইড
  • এক স্লিপ
  • আরো খবর
    • ইউএস প্রেসিডেন্ট ইলেকশন
    • ইতিহাসের এই দিনে
    • জাতিসংঘ
    • বিশ্বকাপ ক্রিকেট
    • বিশ্বকাপ ফুটবল
    • মিডিয়া
    • মুক্তাঙ্গন
    • লাইফ স্টাইল
    • সম্পাদকীয়
    • সাক্ষাতকার
    • সাহিত্য
    • স্বাস্থ্য
    • স্মরণ

© 2021 Hakkatha - Develop by Tech Avalon.