নিউইয়র্ক ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ঢাবির দায়িত্ব কেবল শহীদ মিনার ঝাড়ু দেয়া

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৪৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০১৪
  • / ১১২১ বার পঠিত

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দায়িত্ব হচ্ছে শহীদ মিনার রক্ষণাবেক্ষণ কিংবা ঝাড়ু দেয়া। সেখানে কে যাবে আর কে যাবে না তার অনুমতি দেয়া তাদের দায়িত্ব নয়।

শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডির ৭নং রোডে ‘বাইতুল আমান’ মসজিদে প্রয়াত রাজনীতি বিশ্লেষক ড. পিয়াস করিমের জানাজার আগে বাংলামেইলকে তিন এ কথা বলেন।

ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘শহীদ মিনার কারো একার সম্পদ নয়। এটি ১৬ কোটি মানুষের সম্পদ। এখানে যে কারো যাওয়ার অধিকার রয়েছে। হীন উদ্দেশেই ড. পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারের নেয়ার অনুমতি দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’

তিনি বলেন, ‘ছাত্র সংগ্রাম পরিষদের মূল দাবি হওয়া উচিৎ দেশের বিভিন্ন বিশ্যবিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করে ছাত্রদের সমস্যা সমাধান করা। শহীদ মিনারে কার মরদেহ আনা হবে বা হবে না তার জন্য আন্দোলন করা না।’

তিনি আরো বলেন, ‘ড. পিয়াস একজন উদার মনের মানুষ ছিলেন। একজন আদর্শিক শিক্ষক। তার চেতনা শিক্ষার্থীদেরকে অনুপ্রাণীত করে। আজ তিনি না থাকলেও যুগযুগ তার কর্ম বেঁচে থাকবে।’

ড. জাফরুল্লাহ বলেন, ‘স্বাধীনতার মূল চেতনা হচ্ছে এখানে ভিন্ন মত থাকবে। মত প্রকাশের অধিকারের জন্যই তো আমরা যুদ্ধ করেছি, স্বাধীনতা অর্জন করেছি।’

উল্লেখ্য, ষাটের দশকে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র থাকা অবস্থায় ছাত্র ইউনিয়ন সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য গড়ে তোলেন ‘বাংলাদেশ ফিল্ড হসপিটাল’।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ঢাবির দায়িত্ব কেবল শহীদ মিনার ঝাড়ু দেয়া

প্রকাশের সময় : ০২:৪৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০১৪

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দায়িত্ব হচ্ছে শহীদ মিনার রক্ষণাবেক্ষণ কিংবা ঝাড়ু দেয়া। সেখানে কে যাবে আর কে যাবে না তার অনুমতি দেয়া তাদের দায়িত্ব নয়।

শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডির ৭নং রোডে ‘বাইতুল আমান’ মসজিদে প্রয়াত রাজনীতি বিশ্লেষক ড. পিয়াস করিমের জানাজার আগে বাংলামেইলকে তিন এ কথা বলেন।

ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘শহীদ মিনার কারো একার সম্পদ নয়। এটি ১৬ কোটি মানুষের সম্পদ। এখানে যে কারো যাওয়ার অধিকার রয়েছে। হীন উদ্দেশেই ড. পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারের নেয়ার অনুমতি দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’

তিনি বলেন, ‘ছাত্র সংগ্রাম পরিষদের মূল দাবি হওয়া উচিৎ দেশের বিভিন্ন বিশ্যবিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করে ছাত্রদের সমস্যা সমাধান করা। শহীদ মিনারে কার মরদেহ আনা হবে বা হবে না তার জন্য আন্দোলন করা না।’

তিনি আরো বলেন, ‘ড. পিয়াস একজন উদার মনের মানুষ ছিলেন। একজন আদর্শিক শিক্ষক। তার চেতনা শিক্ষার্থীদেরকে অনুপ্রাণীত করে। আজ তিনি না থাকলেও যুগযুগ তার কর্ম বেঁচে থাকবে।’

ড. জাফরুল্লাহ বলেন, ‘স্বাধীনতার মূল চেতনা হচ্ছে এখানে ভিন্ন মত থাকবে। মত প্রকাশের অধিকারের জন্যই তো আমরা যুদ্ধ করেছি, স্বাধীনতা অর্জন করেছি।’

উল্লেখ্য, ষাটের দশকে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র থাকা অবস্থায় ছাত্র ইউনিয়ন সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য গড়ে তোলেন ‘বাংলাদেশ ফিল্ড হসপিটাল’।