নিউইয়র্ক ০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ঢাকা মহানগর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের ইন্তেকাল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৩৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০১৬
  • / ৮২৮ বার পঠিত

ঢাকা: ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ শনিবার (২৩ জানুয়ারী) দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঐদিন বাদ এশা আলিয়া মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বাদ মাগরিব ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংসদ সদস্য ব্যারিষ্টার ফজলে নূর তাপস ও হাজী সেলিম, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতা-কর্মীরা নামাজে জানাজায় শরিক হন। জানাজা শেষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে শনিবার বিকেল ৪টায় এম এ আজিজের প্রতি শেষ শ্রদ্ধা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার হোসনি দালানের বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী মরহুমের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্তনা দেন। এম এ আজিজের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক শোক প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি শোকবার্তায় বলেন, বাংলাদেশের রাজনীতিতে এম এ আজিজের অবদান চির জাগরূক হয়ে থাকবে। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার শোক বার্তায় বলেন, এম এ আজিজের মৃত্যুতে আওয়ামী লীগ দীর্ঘ দিনের পরীক্ষিত, ত্যাগী এবং নিবেদিতপ্রাণ একজন নেতাকে হারাল।
এ ছাড়াও এম এ আজিজের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও ডা: দীপু মনি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র সভাপতি হাসানুল হক ইনু, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, এম এ আজিজ ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আট বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৩ সালে সম্মেলনে সাবেক মেয়র মোহাম্মদ হানিফ ঢাকা মহানগরের সভাপতি নির্বাচিত হলে ওই কমিটিতে সহ সভাপতি হন আজিজ। ২০০৭ সালে হানিফ মারা যাওয়ার পর আজিজকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। এরপর থেকে তিনি এই দায়িত্বেই ছিলেন। ২০১২ সালে কাউন্সিল হলেও নতুন কমিটি গঠিত না হওয়ায় আজিজ আগের মতোই ভারপ্রাপ্ত সভাপতির হিসেবে কাজ করে আসছিলেন। আশির দশকে মোজাফফর হোসেন পল্টুর নেতৃত্বাধীন মহানগর আওয়ামী লীগের কমিটিতে আজিজ ছিলেন সাধারণ সম্পাদক। এর পরের কমিটিতে সহ সভাপতি হন তিনি।(দৈনিক নয়া দিগন্ত)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ঢাকা মহানগর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের ইন্তেকাল

প্রকাশের সময় : ০৬:৩৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০১৬

ঢাকা: ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ শনিবার (২৩ জানুয়ারী) দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঐদিন বাদ এশা আলিয়া মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বাদ মাগরিব ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংসদ সদস্য ব্যারিষ্টার ফজলে নূর তাপস ও হাজী সেলিম, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতা-কর্মীরা নামাজে জানাজায় শরিক হন। জানাজা শেষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে শনিবার বিকেল ৪টায় এম এ আজিজের প্রতি শেষ শ্রদ্ধা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার হোসনি দালানের বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী মরহুমের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্তনা দেন। এম এ আজিজের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক শোক প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি শোকবার্তায় বলেন, বাংলাদেশের রাজনীতিতে এম এ আজিজের অবদান চির জাগরূক হয়ে থাকবে। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার শোক বার্তায় বলেন, এম এ আজিজের মৃত্যুতে আওয়ামী লীগ দীর্ঘ দিনের পরীক্ষিত, ত্যাগী এবং নিবেদিতপ্রাণ একজন নেতাকে হারাল।
এ ছাড়াও এম এ আজিজের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও ডা: দীপু মনি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র সভাপতি হাসানুল হক ইনু, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, এম এ আজিজ ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আট বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৩ সালে সম্মেলনে সাবেক মেয়র মোহাম্মদ হানিফ ঢাকা মহানগরের সভাপতি নির্বাচিত হলে ওই কমিটিতে সহ সভাপতি হন আজিজ। ২০০৭ সালে হানিফ মারা যাওয়ার পর আজিজকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। এরপর থেকে তিনি এই দায়িত্বেই ছিলেন। ২০১২ সালে কাউন্সিল হলেও নতুন কমিটি গঠিত না হওয়ায় আজিজ আগের মতোই ভারপ্রাপ্ত সভাপতির হিসেবে কাজ করে আসছিলেন। আশির দশকে মোজাফফর হোসেন পল্টুর নেতৃত্বাধীন মহানগর আওয়ামী লীগের কমিটিতে আজিজ ছিলেন সাধারণ সম্পাদক। এর পরের কমিটিতে সহ সভাপতি হন তিনি।(দৈনিক নয়া দিগন্ত)