ডিসিসি নির্বাচন: সাঈদ খোকন পেলেন ইলিশ, আব্বাস মগ, আনিসুল টেবিল ঘড়ি, তাবিথ বাস মার্কা

- প্রকাশের সময় : ০৮:১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫
- / ১২১৬ বার পঠিত
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন ইলিশ মাছ প্রতীক পেয়েছেন। এদিকে দক্ষিণ সিটিতে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন মগ প্রতীক। রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টায় এ প্রতীক বরাদ্দ শুরু হয়। মির্জা আব্বাসসহ ৭ জন হাতি চাওয়ায় লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এতে মির্জা আব্বাস মগ প্রতীক পান। এ ছাড়া সাঈদ খোকনসহ আরও ৬ জন ইলিশ মাছ প্রতীক চেয়েছিলেন। সাঈদ খোকন অন্যদের উদ্দেশে বলেন, এটা আমার বাবার প্রতীক। আপনারা যদি এই প্রতীক আমাকে ছেড়ে দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব। এরপর সবাই তাকে সমর্থন দিলে রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ সাঈদ খোকনকে ইলিশ মাছ প্রতীক বরাদ্দ দেন।
আনিসুল পেলেন টেবিল ঘড়ি, তাবিথ বাস: অপরদিকে ঢাকা সিটি করপোরেশন উত্তরের নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন বাস প্রতীক। অন্যদিকে উত্তরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যবসায়ী আনিসুল হক পেয়েছেন দেয়াল ঘড়ি। শুক্রবার সকালে এ প্রতীক দেয়া হয়।