টাঙ্গাইল: জনদূর্ভোগের কথা বিবেচনা করে মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের বুধবারের হরতাল প্রত্যাহার করে নিয়েছেন দলের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। হরতাল ডাকার তিন ঘণ্টা পরে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সোয়া ৪টায় নিজ বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি হরতাল প্রত্যাহারের এ ঘোষণা দেন।
সাংবাদিক সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, জনদুর্ভোগ কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহার করা হল। এর আগে, মঙ্গলবার দুপুর পৌনে একটায় টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা নির্বাচন কর্মকর্তা। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুর সোয়া এটায় সাংবাদিক সম্মেলনে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ অক্টোবর প্রত্যাহারের শেষ তারিখ এবং ২১ অক্টোবর প্রতীক বরাদ্দ করা হবে।
আরো উল্লেখ্য, পবিত্র হজ, মহানবী (সা.) ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করে মন্ত্রিত্ব ও দল থেকে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীর শূন্য আসনে আগামী ১০ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আরো উল্লেখ্য, লতিফ সিদ্দিকী সহদর আব্দুল কাদের সিদ্দিকী।