জিয়া ছিলেন বাংলাদেশের রাখাল রাজা, ঘরে বসে বক্তব্য দিয়ে দেশ স্বাধীন করেননি : বদরুদ্দোজা চৌধুরী

- প্রকাশের সময় : ১২:৪৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০১৫
- / ১২৪০ বার পঠিত
ঢাকা: সাবেক রাষ্ট্রপতি, বর্তমানে বিকল্পধারার প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, যদি দেশের ও মানুষের ভাগ্যের পরিবর্তন চান, তাহলে আগে নিজেদের পরিবর্তন করুন। এই পরিবর্তনের জন্য প্রত্যেককে একেকজন জিয়া হতে হবে। তিনি বলেন, আমি যদি ভুল করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আপনারা ভুল করে থাকলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২৮ মে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। উল্লেখ্য, ৩০ মে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী।
অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী আরও বলেন, জিয়া ছিলেন বাংলাদেশের রাখাল রাজা। তিনি ঘরে বসে বক্তব্য দিয়ে দেশ স্বাধীন করেননি। যুদ্ধ করেই দেশ স্বাধীন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের অপরাধ হলো আমরা তার কাজকর্মকে মানুষের সামনে তুলে ধরতে পারিনি। এতে জিয়ার কেনোরকম কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে আমাদের। এসময় তিনি বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, দুই দিনের জন্য জিয়াউর রহমানকে স্মরণ করা ভুল ও আত্মহত্যার শামিল। দলকে ভালোবাসতে হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মোস্তাহিদুর রহমান, পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা, এম তাহমিদা বেগম, কবি এরশাদ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিকেল সোয়া ৪টার দিকে সভায় এসে পৌঁছান এবং দর্শক সারির সামনে তার জন্য নির্ধারিত আসনে বসেন। তবে সভায় তিনি কোনো বক্তৃতা করেননি।