নিউইয়র্ক ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জামিনে মুক্ত লতিফ সিদ্দিকী : হেফাজতের আন্দোলনের হুমকি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৪৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০১৫
  • / ৭৩৯ বার পঠিত

ঢাকা: ইসলাম নিয়ে কটূক্তির মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকী জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (২৯ জুন) বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে তাকে মুক্তি দেয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে লতিফ সিদ্দিকী হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্ত হন। উচ্চ আদালত থেকে লতিফ সিদ্দিকীর জামিনের কাগজপত্র পাওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেয়া হয়েছে। তবে মুক্তি পেয়ে তিনি কোথায় গিয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে, গত ২৩ জুন বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি ফরিদ আহমেদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১০ মামলায় লতিফ সিদ্দিকীর অন্তর্বর্তীকালীন জামিন দেন।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলিগ জামাত এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্য করায় মন্ত্রিসভা ও দল থেকে অপসারিত হন লতিফ সিদ্দিকী। এরপর সারাদেশে তার বিরুদ্ধে ১৭ টি মামলা দায়ের হয়।
Hefazote Islam BDলতিফের মুক্তিতে হেফাজতের আন্দোলনের হুমকি: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতারের পর কারাগার থেকে আব্দুল লতিফ সিদ্দিকীর জামিনে মুক্তি পাওয়ায় আন্দোলনের হুমকি দিয়েছে হেফাজত। সোমবার বিকালে রাজধানীর বারিধারা মাদরাসায় হেফাজতে ইসলাম আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের নেতারা এ হুমকি দেন।
হেফাজত নেতারা বলেন, বাংলার মুক্ত আকাশ লতিফ সিদ্দিকীর জন্য নয়। ইসলামের হেফাজতের জন্য যা করা দরকার আমরা তাই করবো। অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন তারা।
তারা বলেন, সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়। আমাদের আন্দোলন নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে। যে ব্যক্তিই ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে আমরা তার বিরুদ্ধেই আন্দোলন করবো। কাউকে ছাড় দেওয়া হবেনা।
হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নুর হোসাইন কাশেমীর সভাপতিত্বে ইফতার মাহফিলে মহানগর সদস্য সচিব মাওলানা জুনাইদ আল হাবিব, হেফাজত নেতা মাওলানা আব্দুর রউফ ইউসুফী, মাওলানা মোস্তফা আজাদ, ড. আহমদ আব্দুল কাদের, এডভোকেট আব্দুর রকিব, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা আহমদ আলী কাশেমী, মাওলানা ফজলুল করিম কাশেমী ও মুফতী নাসির উদ্দিন খান বক্তব্য রাখেন।(দৈনিক যুগান্তর)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

জামিনে মুক্ত লতিফ সিদ্দিকী : হেফাজতের আন্দোলনের হুমকি

প্রকাশের সময় : ১২:৪৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০১৫

ঢাকা: ইসলাম নিয়ে কটূক্তির মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকী জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (২৯ জুন) বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে তাকে মুক্তি দেয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে লতিফ সিদ্দিকী হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্ত হন। উচ্চ আদালত থেকে লতিফ সিদ্দিকীর জামিনের কাগজপত্র পাওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেয়া হয়েছে। তবে মুক্তি পেয়ে তিনি কোথায় গিয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে, গত ২৩ জুন বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি ফরিদ আহমেদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১০ মামলায় লতিফ সিদ্দিকীর অন্তর্বর্তীকালীন জামিন দেন।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলিগ জামাত এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্য করায় মন্ত্রিসভা ও দল থেকে অপসারিত হন লতিফ সিদ্দিকী। এরপর সারাদেশে তার বিরুদ্ধে ১৭ টি মামলা দায়ের হয়।
Hefazote Islam BDলতিফের মুক্তিতে হেফাজতের আন্দোলনের হুমকি: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতারের পর কারাগার থেকে আব্দুল লতিফ সিদ্দিকীর জামিনে মুক্তি পাওয়ায় আন্দোলনের হুমকি দিয়েছে হেফাজত। সোমবার বিকালে রাজধানীর বারিধারা মাদরাসায় হেফাজতে ইসলাম আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের নেতারা এ হুমকি দেন।
হেফাজত নেতারা বলেন, বাংলার মুক্ত আকাশ লতিফ সিদ্দিকীর জন্য নয়। ইসলামের হেফাজতের জন্য যা করা দরকার আমরা তাই করবো। অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন তারা।
তারা বলেন, সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়। আমাদের আন্দোলন নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে। যে ব্যক্তিই ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে আমরা তার বিরুদ্ধেই আন্দোলন করবো। কাউকে ছাড় দেওয়া হবেনা।
হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নুর হোসাইন কাশেমীর সভাপতিত্বে ইফতার মাহফিলে মহানগর সদস্য সচিব মাওলানা জুনাইদ আল হাবিব, হেফাজত নেতা মাওলানা আব্দুর রউফ ইউসুফী, মাওলানা মোস্তফা আজাদ, ড. আহমদ আব্দুল কাদের, এডভোকেট আব্দুর রকিব, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা আহমদ আলী কাশেমী, মাওলানা ফজলুল করিম কাশেমী ও মুফতী নাসির উদ্দিন খান বক্তব্য রাখেন।(দৈনিক যুগান্তর)