নিউইয়র্ক ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

খালেদা জিয়ার ৭০তম জন্মদিন ১৫ আগষ্ট : প্রথমবারের মতো প্রথম প্রহরে কেক কাটা থেকে বিরত বিএনপি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৫০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫
  • / ৮১৮ বার পঠিত

ঢাকা: বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭০তম জন্মদিন ১৫ আগষ্ট শনিবার। এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে কেক কাটতে শুক্রবার সকাল থেকে প্রস্তুতি নিয়েছিল বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন। কিন্তু এবারই প্রথমবারের মতো প্রথম প্রহরে জন্মদিনের কেক কাটা থেকে বিরত থেকেছে বিএনপি।
এদিন প্রথম প্রহরে গুলশানের বাসভবনে খালেদা জিয়ার প্রয়াত ভাই সাঈদ ইস্কান্দারের স্ত্রী এবং ছোট ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী ও বোন সেলিনা ইসলাম তার পাশে ছিলেন। লন্ডনে অবস্থানরত পুত্র তারেক রহমান এবং তার স্ত্রী ও মেয়ে প্রথম প্রহরে খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এছাড়া জন্মদিনে খালেদা জিয়ার বাসায় উপস্থিত স্বজনদের মাঝে উন্নতমানের খাবারও পরিবেশন করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘দাওয়াত পেলে জন্মদিনের অনুষ্ঠানে যাব।’ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেন জানান, আমাদের শনিবার রাত ১০টায় কেক কাটার সময় দেয়া হয়েছে।
এদিকে রাত সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার বাসার আশপাশে যুবলীগের কর্মীরা মোটরসাইকেল ও ট্রাক নিয়ে মহড়া দেয়। এ খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা এলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে বিএনপির সহদফতর সম্পাদক আসাদুল করিম শাহীন শুক্রবার বলেন, ‘১৫ আগস্ট ম্যাডামের (খালেদা জিয়া) ৭০তম জন্মদিন। জন্মদিন পালনে ম্যাডাম কাউকে নিষেধও করেননি আবার জন্মদিন পালন করতে উৎসাহও দেননি।’
শাহীন বলেন, ‘সারা দেশে বিএনপির চেয়ারপারসনের লাখ লাখ ভক্ত ও দলীয় নেতাকর্মী রয়েছেন। দলীয় নেতা-কর্মী ও ভক্তরা ম্যাডামের জন্মদিন পালন করতেই পারে। কারণ এটা তো কোনো রাজনৈতিক কর্মসূচি নয়।’ দলীয় নেতাকর্মী ও ভক্তরা জন্মদিন পালন করলেও ঘরোয়াভাবে করবে বলে জানান শাহীন।
উল্লেখ্য, ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তিনি ইস্কান্দার মজুমদার এবং তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান।
এদিকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সাধারণত খালেদা জিয়া গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে না গিয়ে বাসভবনেই থাকেন। সে কারণে রাত ১২টা ১ মিনিটে খালেদা জিয়ার ৭০তম জন্মদিনের কেক স্বেচ্ছাসেবক দল ও মহিলা দল গুলশানে খালেদা জিয়ার বাসভবনেই কাটার প্রস্তুতি নিয়েছিল। এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মুনির হোসেন শুক্রবার বিকালে বলেন, ‘গুলশানের বাসভবনে রাত ১২টা ১ মিনিটে স্বেচ্ছাসেবক দল ম্যাডামের জন্মদিন উপলক্ষে ৭০ পাউন্ড ওজনের কেক কাটার প্রস্তুতি নিয়েছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক মহিলা দলের কেন্দ্রীয় একজন নেত্রীও একই কথা জানান। যুবদলের দফতর সম্পাদক কাজী রফিক বলেন, ‘শনিবার যুবদলের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসনের উপস্থিতিতে ৭০ পাউন্ড ওজনের কেক কাটা হবে।’
এ বিষয়ে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি বলেন, ‘আমাদের নেত্রীর জন্মদিন উপলক্ষে ৭০ পাউন্ড ওজনের কেক অর্ডার দিয়েছি। শনিবার রাত ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কেক কাটা হবে।’
এ ছাড়া বিএনপি ও এর অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠন শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কেক কাটবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।(দৈনিক যুগান্তর)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

খালেদা জিয়ার ৭০তম জন্মদিন ১৫ আগষ্ট : প্রথমবারের মতো প্রথম প্রহরে কেক কাটা থেকে বিরত বিএনপি

প্রকাশের সময় : ০৬:৫০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫

ঢাকা: বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭০তম জন্মদিন ১৫ আগষ্ট শনিবার। এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে কেক কাটতে শুক্রবার সকাল থেকে প্রস্তুতি নিয়েছিল বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন। কিন্তু এবারই প্রথমবারের মতো প্রথম প্রহরে জন্মদিনের কেক কাটা থেকে বিরত থেকেছে বিএনপি।
এদিন প্রথম প্রহরে গুলশানের বাসভবনে খালেদা জিয়ার প্রয়াত ভাই সাঈদ ইস্কান্দারের স্ত্রী এবং ছোট ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী ও বোন সেলিনা ইসলাম তার পাশে ছিলেন। লন্ডনে অবস্থানরত পুত্র তারেক রহমান এবং তার স্ত্রী ও মেয়ে প্রথম প্রহরে খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এছাড়া জন্মদিনে খালেদা জিয়ার বাসায় উপস্থিত স্বজনদের মাঝে উন্নতমানের খাবারও পরিবেশন করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘দাওয়াত পেলে জন্মদিনের অনুষ্ঠানে যাব।’ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেন জানান, আমাদের শনিবার রাত ১০টায় কেক কাটার সময় দেয়া হয়েছে।
এদিকে রাত সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার বাসার আশপাশে যুবলীগের কর্মীরা মোটরসাইকেল ও ট্রাক নিয়ে মহড়া দেয়। এ খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা এলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে বিএনপির সহদফতর সম্পাদক আসাদুল করিম শাহীন শুক্রবার বলেন, ‘১৫ আগস্ট ম্যাডামের (খালেদা জিয়া) ৭০তম জন্মদিন। জন্মদিন পালনে ম্যাডাম কাউকে নিষেধও করেননি আবার জন্মদিন পালন করতে উৎসাহও দেননি।’
শাহীন বলেন, ‘সারা দেশে বিএনপির চেয়ারপারসনের লাখ লাখ ভক্ত ও দলীয় নেতাকর্মী রয়েছেন। দলীয় নেতা-কর্মী ও ভক্তরা ম্যাডামের জন্মদিন পালন করতেই পারে। কারণ এটা তো কোনো রাজনৈতিক কর্মসূচি নয়।’ দলীয় নেতাকর্মী ও ভক্তরা জন্মদিন পালন করলেও ঘরোয়াভাবে করবে বলে জানান শাহীন।
উল্লেখ্য, ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তিনি ইস্কান্দার মজুমদার এবং তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান।
এদিকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সাধারণত খালেদা জিয়া গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে না গিয়ে বাসভবনেই থাকেন। সে কারণে রাত ১২টা ১ মিনিটে খালেদা জিয়ার ৭০তম জন্মদিনের কেক স্বেচ্ছাসেবক দল ও মহিলা দল গুলশানে খালেদা জিয়ার বাসভবনেই কাটার প্রস্তুতি নিয়েছিল। এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মুনির হোসেন শুক্রবার বিকালে বলেন, ‘গুলশানের বাসভবনে রাত ১২টা ১ মিনিটে স্বেচ্ছাসেবক দল ম্যাডামের জন্মদিন উপলক্ষে ৭০ পাউন্ড ওজনের কেক কাটার প্রস্তুতি নিয়েছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক মহিলা দলের কেন্দ্রীয় একজন নেত্রীও একই কথা জানান। যুবদলের দফতর সম্পাদক কাজী রফিক বলেন, ‘শনিবার যুবদলের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসনের উপস্থিতিতে ৭০ পাউন্ড ওজনের কেক কাটা হবে।’
এ বিষয়ে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি বলেন, ‘আমাদের নেত্রীর জন্মদিন উপলক্ষে ৭০ পাউন্ড ওজনের কেক অর্ডার দিয়েছি। শনিবার রাত ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কেক কাটা হবে।’
এ ছাড়া বিএনপি ও এর অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠন শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কেক কাটবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।(দৈনিক যুগান্তর)