একুশে টিভির চেয়ারম্যানকে আটক
- প্রকাশের সময় : ১০:৩৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০১৫
- / ৯৪৪ বার পঠিত
ঢাকা: বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশিনের (ইটিভি) চেয়ারম্যান ও সিইও আবদুস সালামকে ডিবি পুলিশ পরিচয়ে ধরে নিয়ে গেছে সাদা পোশাক পরা ১০ থেকে ১৫ জন ব্যক্তি। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর কারওয়ানবাজারে ইটিভির প্রধান কার্যালয়ের নিচ থেকে তাকে ধরে নেওয়া হয়েছে বলে ইটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক অখিল পোদ্দার জানিয়েছেন। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ের নতুন ভবনে রাখা হয়েছে বলে ইটিভির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
সূত্রটি জানায়, রাত সাড়ে ৩টার দিকে ইটিভি চেয়ারম্যান সালাম গুলশানে বাসায় যাওয়ার উদ্দেশ্যে অফিস থেকে বের হন। গাড়ি নিয়ে রাস্তায় নামলেই গোয়েন্দা পুলিশের (ডিবি) পোশাক পরা একদল লোক তার পথ আটকায়। সালামের গাড়িচালক বাদল শিকদারকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে তারা গাড়িসহ ইটিভি চেয়ারম্যানকে নিয়ে যায়।
এ বিষয়ে ইটিভির চিফ ফ্যাসিলিটিজ কো-অর্ডিনেটর জাহিদ হাসান মুন্না বলেন, আমরা এখন পর্যন্ত নিশ্চিত হইনি তাকে কোথায় রাখা হয়েছে। ডিবিসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর অফিসে যোগাযোগ করেছি। কিন্তু তাকে আটকের বিষয়টি কেউ স্বীকার করছে না।