ইউরোপীয়ান ইউনিয়নের কাছেও ভোট কারচুপির বিশ্বাসযোগ্য রিপোর্ট : সব অনিয়মের পুঙ্খানুপুঙ্খ তদন্তের তাগিদ
- প্রকাশের সময় : ০৮:০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০১৫
- / ৪৫২ বার পঠিত
ঢাকা: যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপীয়ান ইউনয়িনও দাবি করলো তিন সিটি নির্বাচনে ভোট কারচুপির বিশ্বাসযোগ্য রিপোর্ট তাদের কাছেও রয়েছে বলে। একই সঙ্গে নির্বাচনের সব অনিয়ম ও সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্তেরও তাগিদ দিয়েছে সংস্থাটি। ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র বুধবার (২৯ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এ সব কথা বলেন। এর আগে যুক্তরাষ্ট, বৃটেন, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন সহ বিভিন্ন দেশ ও সংগঠন মঙ্গলবারের ওই নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।
হংকং ভিত্তিক খ্যাতিমান মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন তো এক বিবৃতিতে ওই নির্বাচন ভূয়া আখ্যা দিয়ে তা জালিয়াতি ও প্রতারণাপূর্ণ ছিল বলে মন্তব্য করেছে। সর্বশেষ, এ নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল ইউরোপীয়ান ইউনিয়নের মতো শক্তিশালী সংস্থাও। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটারদের পছন্দমত ভোটদানের সুযোগ দেয়া হয়নি বলেও বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হয়। রাজনৈতিক দলগুলো সব ধরনের সহিংসতা, চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য গঠনমূলক রাজনৈতিক আচরণ করবে বলেও বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করে ইউরোপিয়ান ইউনিয়ন।