বিজ্ঞাপন :
অবরুদ্ধ অবস্থায় গুলশান কার্যালয়েই রাত্রি যাপন খালেদার

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০১:১৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০১৫
- / ৫৮৮ বার পঠিত
ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সারা রাত তাঁর গুলশান কার্যালয়ে অবস্থান করেছেন। এখনো তিনি সেখানেই আছেন। খালেদা জিয়ার কার্যালয় ঘিরে রেখেছে বিপুল সংখ্যক পুলিশ।
বিএনপির সূত্রে জানা গেছে, পুলিশের অবস্থানের কারণে খালেদা জিয়া গত রাত থেকে তাঁর গুলশান কার্যালয়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। সেখানে তাঁর সঙ্গে আছেন বিএনপির নেত্রী সেলিমা রহমান, মহিলা দলের সদস্য সাধারন সম্পাদক শিরিন সুলতানাসহ কয়েকজন নেতা-কর্মী।
সরেজমিনে দেখা গেছে, বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের দক্ষিণ পাশে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং উত্তর পাশে ৮৭ নম্বর সড়কে দুটি পুলিশের গাড়ি আড়াআড়ি করে ফেলে রাখা আছে। ফলে সেখানে যাতায়াত কার্যত সীমিত হয়ে গেছে একেবারেই।
Tag :