নিউইয়র্ক ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পশ্চিমের কাছে আরও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চান জেলেনস্কি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:২১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
  • / ০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : আরও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চায় ইউক্রেন। রাশিয়াকে থামাতে তাদের হাতে আর কোনো রাস্তা নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি তাই পশ্চিমা নেতাদের কাছে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর অনুরোধ জানিয়েছেন। গত এ সপ্তাহ ধরে ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা বৃদ্ধি করেছে রাশিয়া। এরপরই এই আবেদন জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে জানানো হয়, রাত্রিকালীন এক আপডেটে জেলেন্সকি রাজধানী কিয়েভে রাশিয়ার মিসাইল হামলার নিন্দা জানান। তিনি বলেন, ওই হামলায় ৩৭ বছরের এক ব্যক্তি আহত এবং অন্তত ৬ জন নিহত হয়েছেন। এতে একটি কিন্ডারগার্টেন এবং একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়া মিকোলাইভ, চেরনিহিভ, ওডেসা, চেরকাসি অঞ্চলেও মিসাইল হামলা হয়েছে। খারকিভ দখলেও হামলা বৃদ্ধি করছে রুশ বাহিনী।
দেশের দক্ষিণ অংশের ৪ প্রদেশে রাশিয়া অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাশিয়া ৬২টি মিসাইল ছুঁড়েছে ইউক্রেনে।
জেলেনস্কি বলেন, রুশ মিসাইলগুলোর একাংশ আমরা ধ্বংস করে দিতে পেরেছি। তবে সেটি খুবই সামান্য অংশ। আমাদের আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। যেগুলো হবে আরও আধুনিক এবং কার্যকরি। এতে করে রুশ মিসাইল থেকে পুরোপুরি সুরক্ষা নিশ্চিত হবে। পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, তারা যদি শুধু পর্যবেক্ষক না হয়ে থাকেন তাহলে দ্রুত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনকে দেয়া উচিৎ।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পশ্চিমের কাছে আরও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চান জেলেনস্কি

প্রকাশের সময় : ০১:২১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আরও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চায় ইউক্রেন। রাশিয়াকে থামাতে তাদের হাতে আর কোনো রাস্তা নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি তাই পশ্চিমা নেতাদের কাছে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর অনুরোধ জানিয়েছেন। গত এ সপ্তাহ ধরে ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা বৃদ্ধি করেছে রাশিয়া। এরপরই এই আবেদন জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে জানানো হয়, রাত্রিকালীন এক আপডেটে জেলেন্সকি রাজধানী কিয়েভে রাশিয়ার মিসাইল হামলার নিন্দা জানান। তিনি বলেন, ওই হামলায় ৩৭ বছরের এক ব্যক্তি আহত এবং অন্তত ৬ জন নিহত হয়েছেন। এতে একটি কিন্ডারগার্টেন এবং একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়া মিকোলাইভ, চেরনিহিভ, ওডেসা, চেরকাসি অঞ্চলেও মিসাইল হামলা হয়েছে। খারকিভ দখলেও হামলা বৃদ্ধি করছে রুশ বাহিনী।
দেশের দক্ষিণ অংশের ৪ প্রদেশে রাশিয়া অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাশিয়া ৬২টি মিসাইল ছুঁড়েছে ইউক্রেনে।
জেলেনস্কি বলেন, রুশ মিসাইলগুলোর একাংশ আমরা ধ্বংস করে দিতে পেরেছি। তবে সেটি খুবই সামান্য অংশ। আমাদের আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। যেগুলো হবে আরও আধুনিক এবং কার্যকরি। এতে করে রুশ মিসাইল থেকে পুরোপুরি সুরক্ষা নিশ্চিত হবে। পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, তারা যদি শুধু পর্যবেক্ষক না হয়ে থাকেন তাহলে দ্রুত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনকে দেয়া উচিৎ।
হককথা/এমউএ