নিউইয়র্ক ১১:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

গোয়েন্দা বেলুনের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৫৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১ বার পঠিত

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সন্দেহভাজন চীনা নজরদারি বেলুনের উদ্ধারকৃত ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে। গত শনিবার (৪ ফেব্রুয়ারি) ক্ষেপণাস্ত্রের সাহায্যে ওই বেলুন ভূপাতিত করা হয়েছিল। ইউএস ফ্লিট ফোর্সেস কমান্ড তাদে ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছে যাতে দেখা যাচ্ছে, নৌকায় বেলুনের বড় ধ্বংসাবশেষ তোলা হচ্ছে। ওই পোস্টে বলা হয়েছে, গত রবিবারের (৫ ফেব্রুয়ারি) ধ্বংসাবশেষ উদ্ধারে অংশগ্রহনকারীরা দেশটির নৌবাহিনীর বিস্ফোরক দলের বিশেষজ্ঞ।

ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখা হবে যে, বেলুনটিতে আসলেই গুপ্তচরবৃত্তির সরঞ্জাম ছিল কিনা।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বেলুনটিকে প্রায় ২০০ ফুট লম্বা বলে বর্ণনা করেছেন, যার পেলোড অংশটি আকারে আঞ্চলিক বিমানের সমান এবং এর ওজন হাজার পাউন্ড।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে যে, বেলুনটির ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরের সাত মাইলজুড়ে বিস্তৃত ছিল এবং সেটি উদ্ধারে ভারী ক্রেনসহ দুটি নৌ জাহাজ ওই এলাকায় পাঠানো হয়।

ছবিগুলোতে দেখা গেছে যে, বেলুনের উপাদানের স্তূপগুলোকে হাত দিয়ে টেনেই তোলা সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ওই অনুসন্ধান প্রচেষ্টায় মানববিহীন ডুবোযানও মোতায়েন করেছে।

বিশেষজ্ঞরা বলছেন যে, বেলুনের ধ্বংসাবশেষ যুক্তরাষ্ট্রকে চীনের আকাশ পর্যবেক্ষণ প্রযুক্তি এবং কৌশলগুলো সম্পর্কে ধারণা প্রদান করবে।

চীন বারবার জোর দিয়ে বলেছে যে, ‘বেলুনটি আবহাওয়া সংক্রান্ত গবেষণার জন্য উড়ানো হয়েছে এবং পথ ভুল করে সেটা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। এটি একটি দুর্ঘটনা।’

গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন যে, বেলুনটিকে ধ্বংস করার পরে পেন্টাগনের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং তার চীনা প্রতিপক্ষের মধ্যে একটি ফোন কলে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু, চীন তা প্রত্যাখ্যান করেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের সামরিক বাহিনীর মধ্যে এই রকম মুহূর্তে কথোপকথন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যবশত চীন আমাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে।’

এদিকে, বেলুনটির আবিষ্কারের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সঙ্কট শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই বেলুন ইস্যুতেই তার চীন সফর সফর বাতিল করেছেন। সূত্র : বিবিসি

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

গোয়েন্দা বেলুনের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী

প্রকাশের সময় : ০১:৫৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সন্দেহভাজন চীনা নজরদারি বেলুনের উদ্ধারকৃত ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে। গত শনিবার (৪ ফেব্রুয়ারি) ক্ষেপণাস্ত্রের সাহায্যে ওই বেলুন ভূপাতিত করা হয়েছিল। ইউএস ফ্লিট ফোর্সেস কমান্ড তাদে ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছে যাতে দেখা যাচ্ছে, নৌকায় বেলুনের বড় ধ্বংসাবশেষ তোলা হচ্ছে। ওই পোস্টে বলা হয়েছে, গত রবিবারের (৫ ফেব্রুয়ারি) ধ্বংসাবশেষ উদ্ধারে অংশগ্রহনকারীরা দেশটির নৌবাহিনীর বিস্ফোরক দলের বিশেষজ্ঞ।

ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখা হবে যে, বেলুনটিতে আসলেই গুপ্তচরবৃত্তির সরঞ্জাম ছিল কিনা।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বেলুনটিকে প্রায় ২০০ ফুট লম্বা বলে বর্ণনা করেছেন, যার পেলোড অংশটি আকারে আঞ্চলিক বিমানের সমান এবং এর ওজন হাজার পাউন্ড।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে যে, বেলুনটির ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরের সাত মাইলজুড়ে বিস্তৃত ছিল এবং সেটি উদ্ধারে ভারী ক্রেনসহ দুটি নৌ জাহাজ ওই এলাকায় পাঠানো হয়।

ছবিগুলোতে দেখা গেছে যে, বেলুনের উপাদানের স্তূপগুলোকে হাত দিয়ে টেনেই তোলা সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ওই অনুসন্ধান প্রচেষ্টায় মানববিহীন ডুবোযানও মোতায়েন করেছে।

বিশেষজ্ঞরা বলছেন যে, বেলুনের ধ্বংসাবশেষ যুক্তরাষ্ট্রকে চীনের আকাশ পর্যবেক্ষণ প্রযুক্তি এবং কৌশলগুলো সম্পর্কে ধারণা প্রদান করবে।

চীন বারবার জোর দিয়ে বলেছে যে, ‘বেলুনটি আবহাওয়া সংক্রান্ত গবেষণার জন্য উড়ানো হয়েছে এবং পথ ভুল করে সেটা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। এটি একটি দুর্ঘটনা।’

গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন যে, বেলুনটিকে ধ্বংস করার পরে পেন্টাগনের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং তার চীনা প্রতিপক্ষের মধ্যে একটি ফোন কলে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু, চীন তা প্রত্যাখ্যান করেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের সামরিক বাহিনীর মধ্যে এই রকম মুহূর্তে কথোপকথন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যবশত চীন আমাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে।’

এদিকে, বেলুনটির আবিষ্কারের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সঙ্কট শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই বেলুন ইস্যুতেই তার চীন সফর সফর বাতিল করেছেন। সূত্র : বিবিসি