নিউইয়র্ক ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইসরাইলে চলছে ভোটগ্রহণ, ক্ষমতায় ফেরার আশা নেতানিয়াহুর

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৩৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / ০ বার পঠিত

গত চার বছরের মধ্যে পঞ্চম বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইসরাইলে। মঙ্গলবারের এই নির্বাচনে অংশ নিয়েছে ৩৯টি রাজনৈতিক দল। নেসেটের ১২০ আসন দখলের লড়াইয়ে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠ্যতা পাবে না বলে ধারণা করা হচ্ছে।

এবারের নির্বাচনে সবথেকে বেশি ভোট পাওয়ার আশা করছে সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় এ দলটি। তারা এবার দ্রব্যমূল্য হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি ট্যাক্স ও বিদ্যুৎ বিল কমানোর প্রতিশ্রুতিও রয়েছে তাদের। লিকুদ পার্টির পরই আলোচনায় আছে মধ্যমন্ত্রী দল ইয়েশ আতিদ পার্টি। ২০১২ সালে প্রতিষ্ঠিত এ দলটির নেতৃত্বে আছেন ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদ। তিনি জীবনযাত্রার ব্যয় হ্রাস এবং প্রযুক্তি খাতে এক মিলিয়ন ইসরাইলিকে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।

এবারের নির্বাচনের নতুন আকর্ষন রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি। ২০২১ সালে প্রতিষ্ঠিত এই দলের নেতা বেজালেল স্মট্রিক এবং ইতামার বেন-গাভির।

এই দল ইহুদী হত্যাকারীদের মৃত্যুদণ্ডের দাবি তুলে আলোচনায় এসেছিল। তাছাড়া ইসরাইলি সেনারা দায়িত্ব পালনের সময় যেসব অপরাধ করবে তা মাফ করে দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে দলটি। যারা ইসরাইলিদের আক্রমণ করবে তাদের নাগরিকত্ব বাতিলের আইন পাসের প্রতিশ্রুতিও দিয়েছে তারা।
এছাড়া আলোচনায় আছে মধ্যপন্থী দল ন্যাশনাল ইউনিটি পার্টি। এর নেতৃত্বে আছেন ইসরাইলের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। দলটি জয় পেলে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে।

এসএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইসরাইলে চলছে ভোটগ্রহণ, ক্ষমতায় ফেরার আশা নেতানিয়াহুর

প্রকাশের সময় : ০৫:৩৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২

গত চার বছরের মধ্যে পঞ্চম বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইসরাইলে। মঙ্গলবারের এই নির্বাচনে অংশ নিয়েছে ৩৯টি রাজনৈতিক দল। নেসেটের ১২০ আসন দখলের লড়াইয়ে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠ্যতা পাবে না বলে ধারণা করা হচ্ছে।

এবারের নির্বাচনে সবথেকে বেশি ভোট পাওয়ার আশা করছে সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় এ দলটি। তারা এবার দ্রব্যমূল্য হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি ট্যাক্স ও বিদ্যুৎ বিল কমানোর প্রতিশ্রুতিও রয়েছে তাদের। লিকুদ পার্টির পরই আলোচনায় আছে মধ্যমন্ত্রী দল ইয়েশ আতিদ পার্টি। ২০১২ সালে প্রতিষ্ঠিত এ দলটির নেতৃত্বে আছেন ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদ। তিনি জীবনযাত্রার ব্যয় হ্রাস এবং প্রযুক্তি খাতে এক মিলিয়ন ইসরাইলিকে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।

এবারের নির্বাচনের নতুন আকর্ষন রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি। ২০২১ সালে প্রতিষ্ঠিত এই দলের নেতা বেজালেল স্মট্রিক এবং ইতামার বেন-গাভির।

এই দল ইহুদী হত্যাকারীদের মৃত্যুদণ্ডের দাবি তুলে আলোচনায় এসেছিল। তাছাড়া ইসরাইলি সেনারা দায়িত্ব পালনের সময় যেসব অপরাধ করবে তা মাফ করে দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে দলটি। যারা ইসরাইলিদের আক্রমণ করবে তাদের নাগরিকত্ব বাতিলের আইন পাসের প্রতিশ্রুতিও দিয়েছে তারা।
এছাড়া আলোচনায় আছে মধ্যপন্থী দল ন্যাশনাল ইউনিটি পার্টি। এর নেতৃত্বে আছেন ইসরাইলের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। দলটি জয় পেলে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে।

এসএ