নিউইয়র্ক ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

কবি মিশুক সেলিমের কবিতার বই ও ডিভিডির মোড়ক উম্মোচন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:১৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০১৫
  • / ২১৬৫ বার পঠিত

নিউইয়র্কঃ নিউইয়র্ক প্রবাসী কবি মিশুক সেলিমের অনবদ্য সৃষ্টি ‘অস্তি¡ত্বের প্রশ্নে কাঁদবে’ শীর্ষক কবিতার বই এবং ‘হৃদয় মিনারে বাবার ঠিকানা’ শীর্ষক ডিভিডি’র মোড়ক উম্মোচন হলো স্থানীয় সময় গত ১২ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশ অধ্যুষিত জ্যাকসন হাইটসের পিএস-৬৯ মিলনায়তনে। ডিজাইন স্টুডিও’র আয়োজনে বর্ণাঢ্য এ অনুষ্ঠানে মঞ্চে মোমবাতি জ্বেলে তার কবিতার বই ও ডিভিডির মোড়ক উম্মোচন করেন নিউইয়র্কের লেখক, কবি, সাহিত্যিক ও গুণীজনেরা।
প্রবাসের জনপ্রিয় আবৃত্তিকার ও কবি জিএইচ আরজু’র উপস্থানায় অনুষ্ঠানে মিশুক সেলিমের কবিতার বইয়ের আলোচক ছিলেন সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস, বিশিষ্ট লেখক ফেরদৌস সাজেদীন, কবি ও ছড়াকার আবু রায়হান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি মিশুক সেলিম এবং শুভেচ্ছা বক্তব্য দেন কবি ফারুক ফয়সাল, সাবেক এমপি লিয়াকত আলী, কবি কাজী আতিক, বিশিষ্ট সংগঠক সাদী মিন্টু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসের সংগ্রামী জীবনে কবি মিশুক সেলিম লিখে গেছেন জীবনের জয়গান। তার কবিতায় ফুটিয়ে তুলেছেন বায়ান্নার ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের নানান উপাখ্যান। বক্তারা কবি মিশুক সেলিমের কবিতার অগ্রাযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, মনের ভাষা প্রকাশের এক শক্তিশালী মাধ্যম হচ্ছে কবিতা। মানুষ কবিতার মাধ্যমে মনের সব বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে পারে। কবিতাই পারে সকল বাধা আর কুপমন্ডপতাকে পেছনে ফেলে সমাজকে এগিয়ে নিতে।
Mishuk Selim-2অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সাবিনা নিরু, হোসেন শাহরিয়ার তৈমুর, মিজানুর রহমান বিপ্লব, শাহাদাত হোসেন সবুজ, লুবনা কাইজার, নাসিরউল্লাহ ও মাকসুদা আহমেদ। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তানভীর শাহীন ও চন্দ্রা রায়। এর আগে অনুষ্ঠানের শুরুতে কবি মিশুক সেলিমের কবিতার ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল নিউইয়র্কের বাংলা টিভি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

কবি মিশুক সেলিমের কবিতার বই ও ডিভিডির মোড়ক উম্মোচন

প্রকাশের সময় : ১২:১৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০১৫

নিউইয়র্কঃ নিউইয়র্ক প্রবাসী কবি মিশুক সেলিমের অনবদ্য সৃষ্টি ‘অস্তি¡ত্বের প্রশ্নে কাঁদবে’ শীর্ষক কবিতার বই এবং ‘হৃদয় মিনারে বাবার ঠিকানা’ শীর্ষক ডিভিডি’র মোড়ক উম্মোচন হলো স্থানীয় সময় গত ১২ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশ অধ্যুষিত জ্যাকসন হাইটসের পিএস-৬৯ মিলনায়তনে। ডিজাইন স্টুডিও’র আয়োজনে বর্ণাঢ্য এ অনুষ্ঠানে মঞ্চে মোমবাতি জ্বেলে তার কবিতার বই ও ডিভিডির মোড়ক উম্মোচন করেন নিউইয়র্কের লেখক, কবি, সাহিত্যিক ও গুণীজনেরা।
প্রবাসের জনপ্রিয় আবৃত্তিকার ও কবি জিএইচ আরজু’র উপস্থানায় অনুষ্ঠানে মিশুক সেলিমের কবিতার বইয়ের আলোচক ছিলেন সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস, বিশিষ্ট লেখক ফেরদৌস সাজেদীন, কবি ও ছড়াকার আবু রায়হান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি মিশুক সেলিম এবং শুভেচ্ছা বক্তব্য দেন কবি ফারুক ফয়সাল, সাবেক এমপি লিয়াকত আলী, কবি কাজী আতিক, বিশিষ্ট সংগঠক সাদী মিন্টু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসের সংগ্রামী জীবনে কবি মিশুক সেলিম লিখে গেছেন জীবনের জয়গান। তার কবিতায় ফুটিয়ে তুলেছেন বায়ান্নার ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের নানান উপাখ্যান। বক্তারা কবি মিশুক সেলিমের কবিতার অগ্রাযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, মনের ভাষা প্রকাশের এক শক্তিশালী মাধ্যম হচ্ছে কবিতা। মানুষ কবিতার মাধ্যমে মনের সব বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে পারে। কবিতাই পারে সকল বাধা আর কুপমন্ডপতাকে পেছনে ফেলে সমাজকে এগিয়ে নিতে।
Mishuk Selim-2অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সাবিনা নিরু, হোসেন শাহরিয়ার তৈমুর, মিজানুর রহমান বিপ্লব, শাহাদাত হোসেন সবুজ, লুবনা কাইজার, নাসিরউল্লাহ ও মাকসুদা আহমেদ। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তানভীর শাহীন ও চন্দ্রা রায়। এর আগে অনুষ্ঠানের শুরুতে কবি মিশুক সেলিমের কবিতার ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল নিউইয়র্কের বাংলা টিভি।