অমর একুশে বইমেলায় আদনান সৈয়দ-এর ‘আমেরিকানা’

- প্রকাশের সময় : ০১:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৫
- / ১৭৬৬ বার পঠিত
‘আমেরিকানামা’
আদনান সৈয়দ
প্রচ্ছদ # নিয়াজ চৌধুরী তুলি
মূল্য # ৩০০ টাকা
প্রকাশক # সূচীপত্র
অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো নিউইয়র্ক প্রবাসী লেখক আদনান সৈয়দ-এর ‘আমেরিকানা’। বইটি সম্পর্কে লেখক তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন-
‘আমেরিকানামা’ গ্রন্থটির মূল পান্ডুলিপিটি মাথা থেকে পা পর্যন্ত পড়ে বইটির উপর তাঁর মতমাত/উপদেশ দিয়ে আমাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করে রেখেছেন লেখক, সাংবাদিক হাসান ফেরদৌস। সেই সাথে তিনি গ্রন্থটির ফ্লেপে ছোট করে তাঁর মতটিও দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমেরিকা কারো কাছে স্বপ্নপুরী। কারো কাছে দূঃস্বপ্ন। এই দুইয়ের মধ্যে অপসৃয়মান একটি হালকা ব্যবধান-রেখা হয়ত আছে, কিন্তু সে রেখা অনায়সে বদলে যায়, যেতে পারে। আদনান সৈয়দের ‘আমেরিকানামা’-য় সেই স্বপ্ন-দুঃস্বপ্নের আমেরিকাই ধরা পড়েছে স্বপ্নতাড়িত একদল মানুষের নিকট অভিজ্ঞতার আয়নায়। এই গ্রন্থে সংকলিত প্রতিটি কাহিনী আদনানের কাছ থেকে দেখা ও শোনা। এখানে তিনি একাধারে সাংবাদিক ও শিল্পী। তথ্য সংকলিত করেছেন সাংবাদিকের অভিনিবেশ ও নিবিষ্টতায়। কিন্তু সে কাহিনী গেঁথেছেন প্রকৃত শিল্পীর সহমর্মিতায়। ফলে এই গ্রন্থ হয়ে উঠেছে যথার্থ সাহিত্যে।’
হাসান ফেরদৌসকে ধন্যবাদ। একটি গ্রন্থ প্রকাশ করা খুব সহজ নয় বিশেষ করে যেখান অভিবাসী জীবনের ঘটনা খুব নিবীড় ভাবে জড়িয়ে আছে। তারপরও এই অভিবাসী সমাজে আমার খুব কাছের নিকটজনরা আমাকে প্রতিনিয়িত বইটি নিয়ে তাদের মূল্যবান উপদেশে দিয়ে আমাকে সমৃদ্ধ করেছেন। তাদের কথা আমি আমার বইটির ভূমিকায় উল্লেখ করেছি। এখানেও তাদের নাম খুব কৃতজ্ঞতার সাথে উচ্চারণ করতে চাই।
ফকির ইলিয়াস, নিনি ওয়াহেদ, জিএইচ আরজু, শহিদ উদ্দীন, নসরত শাহ, আনিসুল কবির জাসির, আশরাফুল হাসান বুলবুল, তামান্না গাজী, আকবর হায়দার কিরণ, মিনহাজ আহমেদ।
বইটি পাওয়া যাচ্ছে সূচীপত্র (স্টল ৩০৬-৩০৮)। আমেরিকা অভিবাসী জীবনের গল্প নিয়ে ‘আমেরিকানামা’। মূল্য ৩০০ টকা। তবে মেলায় ছাড় থাকছে ২৫%।