নিউইয়র্ক: বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউতে উদ্বোধন হলো বাংলাদেশী মালিকানাধীন ইয়াসমীন্স ইউনিসেক্স স্পা এন্ড বিউটি সেলুনের। এর আনুষ্ঠনিক উদ্বোধন করেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও নায়ক এসডি রুবেল। ১ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার দিকে ফিতা কেটে এসডি রুবেল স্টোরটির উদ্বোধন করেন। এসময় প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রেসিডেন্ট ইয়াসমিন আক্তার শিবলী ও রনি শাহ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে ইয়াসমীন্স ইউনিসেক্স স্পা এন্ড বিউটি সেলুনের নতুন শাখা উদ্বোধন উপলক্সে একইদিন সন্ধ্যায় সিটির উডসাইডস্থ কুইন্স প্যালেসে ‘ইয়াসমীন্স স্পা মিউজিক্যাল নাইট’এর আয়োজন করা হয়। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানের শুরুতে দর্শক-শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির কর্ণধার ইয়াসমিন আক্তার শিবলী ও রনি শাহ। এতে গায়ক-নায়ক এসডি রুবেল ছাড়ায় প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন শাহ মাহবুব, শারমীন রিমু, করীম হওলাদার প্রমুখ। প্রতিষ্ঠানটির উদ্বাধন উপলক্ষ্যে অনুষ্ঠানের মাঝে কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কাটা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন টাইম টিভির সংবাদ পাঠিকা শামসুন্নাহার নিম্মি ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট এএফ মিসবাহউজ্জিামান। সার্বিক সহযোগিতায় ছিলেন লিটন আহমেদ।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ‘ইয়াসমীন্স স্পা মিউজিক্যাল নাইট’ উপভোগ করেন। এই পর্ব টাইম টিভি সরাসরি সম্প্রচার করে। উল্লেখ্য, জ্যাকসন হাইটস ও উডসাইড এলাকায় ইয়াসমীন্স ইউনিসেক্স স্পা এন্ড বিউটি সেলুন-এর আরো দুটো শাখা রয়েছে।