বিজ্ঞাপন :
জিনাত কবীর সামিরার শুভ জন্মদিন পালন
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১১:৪৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০১৬
- / ১৫০৫ বার পঠিত
নিউইয়র্ক: মাই টিভি’র ভাইস চেয়রম্যান ও আরবান গ্রুপ-এর চেয়ারম্যান, নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এম এইচ কবীর শাহীন ও মনোয়ারা কবীর দম্পতির কনিষ্ঠ কন্যা জিনাত কবীর সামিরার ৭ম জন্মবার্ষিকী ৯ জুলাই শনিবার ব্রুকলীনস্থ তাদের বাসায় পালিত হয়েছে। প্রিয় কন্যার উপলক্ষ্যে কবীর দম্পতি ১০ জুলাই রোববার সন্ধ্যায় এক বারবি কিউ পার্টির আয়োজন করেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মোশাররফ হোসেন মিয়া, শো টাইম মিউজিক-এর কর্ণধার আলমগীর খান আলম, সামিরার মামা সন্দ্বীপ এসোসিয়েশন ইউএসএ’র কোষাধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, কবীর দম্প্রতির জ্যৈষ্ঠ কন্যা সামিয়া কবীর ও পুত্র ফাহাদ কবীর সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কবীর দম্পতির আতœীয়-স্বজন উপস্থিত ছিলেন। তারা জিনাত কবীর সামিরার দীর্ঘায়ু ও উজ্জল ভবিষ্যত কামনা করেন।
Tag :