নিউইয়র্ক ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

৫ জানুয়ারী জাতীয় প্রেসক্লাবে জঙ্গিবাদ বিরোধী সাংবাদিক সমাবেশ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০১৫
  • / ৫৬০ বার পঠিত

ঢাকা: আগামী ৫ জানুয়ারী সোমবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জঙ্গিবাদ বিরোধী সাংবাদিক সমাবেশের ঢাক দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। ৩ জানুয়ারী শনিবার বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এবং ডিইউজে সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ এক যৌথ বিবৃতিতে এ সমাবেশ আহবান করেন। বিবৃতিতে বলা হয়, দেশের সকল গণমাধ্যমে অবিলম্বে সর্বশেষ বেতন বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন, জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ প্রদান এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে এ সাংবাদিক সমাবেশ আহবান করা হয়েছে। নেতারা আগামী ৫ জানুয়ারী জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত সাংবাদিক সমাবেশে স্বাধীনতা, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল স্তরের সাংবাদিকদের অংশগ্রহণের আহবান জানিয়েছেন।
সাংবাদিক নেতারা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে বিবৃতিতে বলেন, সর্বশেষ বেতন বোর্ড রোয়েদাদ ঘোষণার পর দু’বছরেরও বেশি সময় পার হলেও অনেক গণমাধ্যমে এখনও বেতন বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন হয়নি। তাছাড়া পেশাদার সাংবাদিকদের জাতীয় প্রেসক্লাবে সদস্যপদ প্রদানের দীর্ঘদিনের দাবি ঝুলিয়ে রেখে একটি মহল থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। একই সঙ্গে সারাদেশে ফের সন্ত্রাস ও জঙ্গিবাদীদের আষ্ফালন এবং তাদের লেলিয়ে দিয়ে একটি মহল ঘোলাজলে মাছ শিকারের যে ষড়যন্ত্র শুরু করেছে, তা গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিক সমাজ নিরবে মেনে নিতে পারে না।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

৫ জানুয়ারী জাতীয় প্রেসক্লাবে জঙ্গিবাদ বিরোধী সাংবাদিক সমাবেশ

প্রকাশের সময় : ০২:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০১৫

ঢাকা: আগামী ৫ জানুয়ারী সোমবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জঙ্গিবাদ বিরোধী সাংবাদিক সমাবেশের ঢাক দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। ৩ জানুয়ারী শনিবার বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এবং ডিইউজে সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ এক যৌথ বিবৃতিতে এ সমাবেশ আহবান করেন। বিবৃতিতে বলা হয়, দেশের সকল গণমাধ্যমে অবিলম্বে সর্বশেষ বেতন বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন, জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ প্রদান এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে এ সাংবাদিক সমাবেশ আহবান করা হয়েছে। নেতারা আগামী ৫ জানুয়ারী জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত সাংবাদিক সমাবেশে স্বাধীনতা, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল স্তরের সাংবাদিকদের অংশগ্রহণের আহবান জানিয়েছেন।
সাংবাদিক নেতারা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে বিবৃতিতে বলেন, সর্বশেষ বেতন বোর্ড রোয়েদাদ ঘোষণার পর দু’বছরেরও বেশি সময় পার হলেও অনেক গণমাধ্যমে এখনও বেতন বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন হয়নি। তাছাড়া পেশাদার সাংবাদিকদের জাতীয় প্রেসক্লাবে সদস্যপদ প্রদানের দীর্ঘদিনের দাবি ঝুলিয়ে রেখে একটি মহল থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। একই সঙ্গে সারাদেশে ফের সন্ত্রাস ও জঙ্গিবাদীদের আষ্ফালন এবং তাদের লেলিয়ে দিয়ে একটি মহল ঘোলাজলে মাছ শিকারের যে ষড়যন্ত্র শুরু করেছে, তা গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিক সমাজ নিরবে মেনে নিতে পারে না।