নিউইয়র্ক: ২১ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে টিবিএন২৪ টেলিভিশনের নৈশকালীন সংবাদ, ‘প্রাইম টাইম নিউজ’ । ৩০ মিনিটের এই খবরে থাকবে দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ ও বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশীদের কার্যাবলী।
টিবিএন২৪ স্টুডিওতে সাংবাদিক ও অতিথিদের উপস্থিতে গত ১৯ ফেব্রুয়ারী বৃহস্প্রতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সংবাদ প্রচারের ঘোষণা দেন টিবিএন২৪ সিইও আহমাদুল বারভূইয়া। তিনি জানান, প্রাইম টাইম নিউজ এক উজ্জল ও সম্মুখ লক্ষ্যবর্তী বাংলাদেশের চিত্র তুলে ধরবে।এই টেলিভিশনের বিশেষ ভাবে আগ্রহী বিশ্ব বাঙ্গালীর কৃতিত্ত্বের বিবরণ সবিস্তারে তুলে ধরবে। প্রাইম টাইম নিউজ প্রচারিত হবে প্রতিদিন রাত আটটায়(নিউইয়ক সময়)।
অনুষ্ঠানে আহমাদুল বারভূইয়া বলেন,’ আমাদের লক্ষ্য হচ্ছে বিশ্ব বাঙ্গালীর একটি অভিন্ন প্লাটফম গড়ে তোলা। যেখানে আমরা এক অপরের কাছ থেকে শিখবো ও অনুপ্রেরণা লাভ করবো। অনুষ্ঠানে টিবিএন২৪ বাংলাদেশ টিম ও যুক্তরাজ্য টিমের সদস্যদের শুভেচ্ছা বাণী দেখানো হয়। এছাড়া প্রাইম টাইম নিউজের একটি প্রিভিউ ও প্রদশন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, টিবিএন২৪ সাথে কাজ করছে যুক্তরাষ্ট্র ও বিশ্বের প্রধান মিডিয়া কেন্দ্রগুলোতে কর্মরত সাংবাদিকবৃন্দ। এছাড়া যুক্তরাষ্ট্রে যার যার ক্ষেত্রে স্বণামধণ্য বিশেষজ্ঞরা এই অনুষ্ঠানে বিশ্লেষক হিসেবে অংশ নিতে সম্মত হয়েছেন। এছাড়া জাতিসংঘের গণতথ্য বিভাগের সাথে এক বিশেষ চুক্তিবলে প্রাইম টাইম নিউজ জাতিসংঘ প্রযোজিত সংবাদ ও তথ্য চিত্র প্রদর্শন করবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টিবিএন২৪ এর চিফ টেকনিকাল অফিসার হাবিব রহমান, প্রোগামিং ডিরেক্টর গোলাম সারওয়ার হারুণ এবং সংবাদ বিভাগের প্রধান হাসান ফেরদৌস।
অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ ও জয়নাল আবেদীন, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, এটি এন বাংলা ইউএসএ’র বার্তা সম্পাদক দর্পন কবীর, এসএটিভি ও সাপ্তাহিক বাঙালীর বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম, আইঅন বাংলাদেশ টিভি’র পরিচালক রিমন ইসলাম, দি রানার-এর সম্পাদক এনামুর রেজা দিপু উপস্থিত ছিলেন। আরোও উপস্থিত ছিলেন হেলথ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান ওয়েলকেয়ারের সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ ও বাংলাদেশ লীগ অব আমেরিকার প্রাক্তন সভাপতি এমাদ চৌধুরী।