সাপ্তাহিক পরিচয় পত্রিকা ও সম্পাদক নাজমুলের বিরুদ্ধে ডিজিটাল ওয়ান’র মামলা

- প্রকাশের সময় : ০৪:২২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০১৫
- / ২১১৩ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক পরিচয় ও এর সম্পাদক নাজমুল আহসানের বিরুদ্ধে সেনসন ও ক্ষতিপূরণ মামলা দায়ের করেছে জ্যাকসন হাইটসের ব্যবসায়ী প্রতিষ্ঠান ডিজিটাল ওয়ান ইউএসএ ইন্ক। সেইসাথে কেন নাজমুল আহসানের কাছে ক্ষতিপূরণ দাবি করা হবে না এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে আগামী ১৩ আগস্টের মধ্যে কারণ দর্শানো নোটিশও জারি করেছে আদালত। ডিজিটাল ওয়ানের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী জাকারিয়া মাসুদ জিকোর পক্ষে কুইন্স কাউন্টি সুপ্রিম কোর্টে মামলাটি দায়ের করেন খ্যাতনামা আইনজীবী এটর্নি অ্যালেন সাকানি। মামলার ইনডেক্স নম্বর ৬০৩২/১৫, তারিখ: ৭/১/১৫। গত ২ জুলাই বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
উল্লেখ্য, বিগত ১৮ বছর ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসা প্রতিষ্ঠান ডিজিটাল ওয়ানের বিরুদ্ধে নাজমুল আহসান তার পত্রিকায় দীর্ঘ দিন ধরে ক্রমাগত অসত্য ও বানোয়াট সংবাদ পরিবেশন করে আসছে। যা নিশ্চিতভাবেই সাংবাদিকতা পেশার চরম অবমাননা ও সংবাদপত্রের নীতিমালার চূড়ান্ত বরখেলাপ। ব্যক্তিগত আক্রোশবশত: ও নিজের হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশে তিনি এ ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন বলে সাধারণভাবে প্রতীয়মান হয়। এ ধরনের মানসিকতা প্রতিহিংসাপরায়নতার এক নির্লজ্জ ও নিকৃষ্ট উদাহরণ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাপ্তাহিক পরিচয় একটি ‘নামস্বর্বস্ব ও পরিচয়হীন’ পত্রিকা। কেননা এই পত্রিকার কোন ঠিকানা নেই, নেই কোনো ব্যাংক একাউন্ট। গত দুই মাসে পত্রিকাটি একাধিকবার ঠিকানা পরিবর্তন করেছে। নিউইয়র্কের সুপ্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের অগোচরে তাদের ঠিকানা ব্যবহার করে আসছে। পরিচয় পত্রিকা ও নাজমুল আহসানের বিরুদ্ধে মামলা করার জন্য সম্প্রতি তার ঠিকানা সন্ধান করতে গিয়ে দেখা যায়, পত্রিকায় যে ঠিকানা ব্যবহার করা হয়েছে তা নিউইয়র্কের স্বনামখ্যাত প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস’-এর অফিস। এ খবর জানাজানি হলে তড়িঘড়ি করে পরিচয় পত্রিকার ঠিকানা বদল করা হয়। নতুন যে ঠিকানাটি ব্যবহার করা হচ্ছে তা জ্যাকসন হাইটসের আরেকটি প্রতিষ্ঠান ‘ডিজাইন স্টুডিও’র। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে স্বচ্ছভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। সম্প্রতি ডিজাইন স্টুডিও নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট ভবনে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করে প্রবাসীদের সেবা দেওয়ার কাজও করছে। এমন একটি প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করায় অনেকেই অবাক হয়েছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে, পরিচয় পত্রিকায় ডিজাইন স্টুডিও’র ঠিকানা দেখে এর স্বত্ত্বাধিকারীদের সাথে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাদের ঠিকানা ব্যবহারের বিষয়ে অজ্ঞতা প্রকাশ করা হয়। যদিও এখনও পর্যন্ত পরিচয় পত্রিকায় এই ঠিকানাটিই ব্যবহৃত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পরিচয় পত্রিকাটি এক এক সময় এক এক ঠিকানা ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বিপদে ফেলে দিচ্ছে। অনেক সময় প্রতিষ্ঠানগুলো জানতেই পারছে না কিভাবে একটি অন্যায় ও অসৎ কাজে তাদের নাম ব্যবহৃত হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিউনিটির বিভিন্ন শ্রেণী ও পেশার বিশিষ্ট ব্যক্তি এবং স্বনামখ্যাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিচয় পত্রিকা দীর্ঘদিন ধরে নানা অপপ্রচার চালিয়ে আসছে। এবং এইভাবে পত্রিকাকে ব্যবহার করে নাজমুল আহসান ব্যক্তিগত স্বার্থ হাসিল করার অপপ্রয়াস চালাচ্ছে। যার বিরুদ্ধে কমিউনিটির সম্মানীয়, শান্তিপ্রিয় ও সচেতন মানুষ ক্ষুব্ধ। যে কোন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন মনে করে ডিজিটাল ওয়ান পরিচয় ও নাজমুলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।