নিউইয়র্ক ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সাংবাদিক পরিচয়ে দলের স্বার্থ হাসিলের অভিযোগ জাতিসংঘে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:২২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৫
  • / ৬১৯ বার পঠিত

নিউইয়র্ক: রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা হিসেবে নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশে নিয়মিতভাবে অংশ নেওয়া ব্যক্তিরা কিভাবে জাতিসংঘের মিডিয়া ক্রেডেনশিয়াল পেয়েছে- সেই প্রশ্ন তোলা হয়েছে বিশ্ব সংস্থাটিতে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে।
জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রেস সচিব বিজন লাল দেব বিষয়টি তুলে ধরে সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছেন। চিঠি দেওয়ার কথা জানিয়ে তিনি শনিবার (২১ ফেব্রুয়ারী) বলেন, ‘রাজনীতিকদেরও যদি মিডিয়ার কার্ড দেওয়ার বিধি হয়ে থাকে, তাহলে বলার কিছু থাকবে না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য সচিব মুশফিকুল ফজল আনসারীর সাংবাদিক পরিচয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিপ্রেক্ষিতে এই চিঠি দিলেন তিনি।
ফজল আনসারী নিউইয়র্ক, পেনসিলভেনিয়ার বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল ও জাসাসের অনুষ্ঠানে কখনও প্রধান অতিথি, কখনও বিশেষ অতিথি, আবার কখনও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রেখে আসছেন।
তিনিই আবার জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বিভিন্ন সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে প্রশ্ন করছেন, যাতে তার দলের স্বার্থের বিষয়টি স্পষ্ট।
ফজল আনসারীর এ কার্যক্রমে নিউইয়র্কে কর্মরত বাংলাদেশী সাংবাদিকরাও বিব্রত। বিষয়টি নিয়ে স্থানীয় বাংলা সংবাদপত্রে প্রতিবেদনও ছাপা হয়েছে।
নিউইয়র্কের সাপ্তাহিক ‘পরিচয়’-এ গত ১১ ফেব্রুয়ারী ‘নিউ ইয়র্কে প্রেসনোট’ শীর্ষক লেখায় ফজল আনসারীর পরস্পরবিরোধী ভূমিকার সমালোচনাও করা হয়েছে।
জাতিসংঘের পাবলিক ইনফরমেশন ডিপার্টমেন্টের শর্ত অনুযায়ী, কেউ যদি মিডিয়া এক্রিডিটেশনের অপব্যবহার করেন তাহলে সেই এক্রিডিটেশন কার্ড কেড়ে নেওয়া যায়।
অন্যদিকে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ফরেন প্রেস সেন্টারের মিডিয়া ক্রেডেনশিয়াল’র আবেদন করতে নিউ ইয়র্কের বাংলাদেশ কন্স্যুলেটের প্রত্যায়নপত্র লাগে।
বিএনপির সঙ্গে যুক্ত ফজল আনসারী ‘জাস্ট নিউজ বিডি ডটকম’ নামে একটি নিউজ পোর্টালের সম্পাদকের পরিচয় দিয়ে থাকেন।
ওই পদবি ব্যবহার করেই তিনি জাতিসংঘে বাংলাদেশ মিশন এবং নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট থেকে ইতোপূর্বে প্রত্যায়ন নিয়ে মিডিয়া এক্রিডিটেশন নেন বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।
বিজন লাল দেব বলেন, ‘সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে তিনি দলীয় পারপাস সার্ভ করার মিশন নিয়ে নিউইয়র্কে অবস্থান করছেন।’

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

সাংবাদিক পরিচয়ে দলের স্বার্থ হাসিলের অভিযোগ জাতিসংঘে

প্রকাশের সময় : ০২:২২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৫

নিউইয়র্ক: রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা হিসেবে নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশে নিয়মিতভাবে অংশ নেওয়া ব্যক্তিরা কিভাবে জাতিসংঘের মিডিয়া ক্রেডেনশিয়াল পেয়েছে- সেই প্রশ্ন তোলা হয়েছে বিশ্ব সংস্থাটিতে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে।
জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রেস সচিব বিজন লাল দেব বিষয়টি তুলে ধরে সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছেন। চিঠি দেওয়ার কথা জানিয়ে তিনি শনিবার (২১ ফেব্রুয়ারী) বলেন, ‘রাজনীতিকদেরও যদি মিডিয়ার কার্ড দেওয়ার বিধি হয়ে থাকে, তাহলে বলার কিছু থাকবে না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য সচিব মুশফিকুল ফজল আনসারীর সাংবাদিক পরিচয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিপ্রেক্ষিতে এই চিঠি দিলেন তিনি।
ফজল আনসারী নিউইয়র্ক, পেনসিলভেনিয়ার বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল ও জাসাসের অনুষ্ঠানে কখনও প্রধান অতিথি, কখনও বিশেষ অতিথি, আবার কখনও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রেখে আসছেন।
তিনিই আবার জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বিভিন্ন সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে প্রশ্ন করছেন, যাতে তার দলের স্বার্থের বিষয়টি স্পষ্ট।
ফজল আনসারীর এ কার্যক্রমে নিউইয়র্কে কর্মরত বাংলাদেশী সাংবাদিকরাও বিব্রত। বিষয়টি নিয়ে স্থানীয় বাংলা সংবাদপত্রে প্রতিবেদনও ছাপা হয়েছে।
নিউইয়র্কের সাপ্তাহিক ‘পরিচয়’-এ গত ১১ ফেব্রুয়ারী ‘নিউ ইয়র্কে প্রেসনোট’ শীর্ষক লেখায় ফজল আনসারীর পরস্পরবিরোধী ভূমিকার সমালোচনাও করা হয়েছে।
জাতিসংঘের পাবলিক ইনফরমেশন ডিপার্টমেন্টের শর্ত অনুযায়ী, কেউ যদি মিডিয়া এক্রিডিটেশনের অপব্যবহার করেন তাহলে সেই এক্রিডিটেশন কার্ড কেড়ে নেওয়া যায়।
অন্যদিকে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ফরেন প্রেস সেন্টারের মিডিয়া ক্রেডেনশিয়াল’র আবেদন করতে নিউ ইয়র্কের বাংলাদেশ কন্স্যুলেটের প্রত্যায়নপত্র লাগে।
বিএনপির সঙ্গে যুক্ত ফজল আনসারী ‘জাস্ট নিউজ বিডি ডটকম’ নামে একটি নিউজ পোর্টালের সম্পাদকের পরিচয় দিয়ে থাকেন।
ওই পদবি ব্যবহার করেই তিনি জাতিসংঘে বাংলাদেশ মিশন এবং নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট থেকে ইতোপূর্বে প্রত্যায়ন নিয়ে মিডিয়া এক্রিডিটেশন নেন বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।
বিজন লাল দেব বলেন, ‘সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে তিনি দলীয় পারপাস সার্ভ করার মিশন নিয়ে নিউইয়র্কে অবস্থান করছেন।’