নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- প্রকাশের সময় : ০৪:৩৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
- / ৫৮১ বার পঠিত
নিউইয়র্ক: সাবেক এমপি ও নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা’র সম্পাদকমন্ডলীর সভাপতি এম এম শাহীন আটক এবং ঢাকার শীর্ষ স্থানীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর ঘটনায় নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একটি মামলায় এম এম শাহীনের জামিন মঞ্জুর না করে তাকে জেল হাজতে প্রেরণ করে হয়রানী করা হচ্ছে। অপরদিকে একটি খবর প্রকাশের ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে, যা হয়রানী করা ছাড়া আর কিছু নয়। বিবৃতিতে অবিলম্বে এম এম শাহীনের মুক্তি দাবী এবং তাদের মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।