নিউইয়র্কের প্রেসনোট
- প্রকাশের সময় : ১০:১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০১৪
- / ৭৮৬ বার পঠিত
নিউইয়র্কে অনুষ্ঠিত হলো এনআরবি অ্যাওয়ার্ড’২০১৪ অনুষ্ঠান। শোটাইম মিউজিক এন্ড প্লে-এসএমপি’র আয়োজনে ১৬ নভেম্বর উডসাইডস্থ কুইন্স প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ছিলো উৎসব.কম। যুক্তরাষ্ট্র সফররত বিশিষ্ট রাজনীতিক, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান ও বাংলাদেশের ‘ব্ল্যাক ডায়মন্ড খ্যাত’ কোকিল কন্ঠী গায়িকা বেবী নাজনীনসহ কমিউনিটির অনেক পরিচিত মুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছিলেন সংস্কৃতি জগতের দেশীয় ও প্রবাসী ব্যক্তিবর্গ, শিল্পী। আয়োজকদের দাবী এই প্রবাসে এটি পঞ্চমবারের মতো অনুষ্ঠান আর এটিই সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান। মূলত: কতিপয় ব্যক্তিবর্গকে ‘এনআরবি অ্যাওয়ার্ড’ তথা প্ল্যাক প্রদান আর সাংস্কৃতিক অনুষ্ঠানই এই অনুষ্ঠানের মূল কর্মকান্ড। ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়ায় অনুষ্ঠানটির খবর প্রকাশিত হয়েছে। এরমধ্যে সাপ্তাহিক ঠিকানা ‘উৎসব ডট কম এনআরবি এওয়ার্ড : ঠিকানাই সেরা ॥ রাজনীতি করে জেলে যাবার পুরষ্কার পেয়েছি, এমন এওয়ার্ড পাইনি-নোমান’, সাপ্তাহিক বাংলা পত্রিকা ‘কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হলো উৎসব.কম এনআরবি এওয়ার্ড’২০১৪’, সাপ্তাহিক আজকাল ‘উৎসব ডট কম এনআরবি অ্যাওয়ার্ড অনুষ্ঠান জমেছিলো বেশ’, সাপ্তাহিক বর্ণমালা ‘এনআরবি এ্যাওয়ার্ড ২০১৪ অনুষ্ঠিত’, ‘সাপ্তাহিক প্রবাস ‘উৎসব ডট কম এনআরবি অ্যাওয়ার্ড প্রদানের জমজমাট আয়োজন’ শিরোনামে খবর প্রকাশ করেছে।
নামে, মানে, গুণে অনুষ্ঠানটি দর্শক-শ্রোতাদের আকৃষ্ট করলেও মূলত: অনুষ্ঠানটি যে মানের হওয়া উচিৎ ছিলো তা হয়নি। ফলে অনুষ্ঠানটি নিয়ে সচেতন মহলে নানা কথা উঠেছে। কমিউনিটির সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে অনুষ্ঠানের আয়োজকসহ অতিথিদের উপস্থিতি দেখে। প্রশ্ন উঠেছে তথা কথিত ‘এনআরবি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের খবরাখবর পরিবেশন নিয়েও। কোন কোন মিডিয়ার খবরে অনুষ্ঠানটি ‘জমজমাট’, ‘জাকজমক’, ‘উৎসব মুখর’ প্রভৃতি বিশেষণের ব্যবহার মিডিয়াকেও প্রশ্নবিদ্ধ করেছে। কেননা, যেসব বিশেষণের রং রাঙিয়ে খবরটি পরিবশেন করা হয়েছে আক্ষরিক অর্থে অনুষ্ঠানটিতে তা ছিলো অনুপস্থিত।
মজার ব্যাপার হচ্ছে অনুষ্ঠানে কমিউনিটির সেরা মিডিয়া হিসেবে সাপ্তাহিক ঠিকানা আর এনটিভি-কে অ্যাওয়োর্ড প্রদান করা হয়েছে। অথচ সাপ্তাহিক ঠিকানা সহ কমিউনিটির একাধিক মিডিয়ায় অনুষ্ঠানটির মূল আয়োজক আলমগীর খানের বিরুদ্ধে ‘অনৈতিকতা’র অপরাধে খবর প্রকাশিত হয়েছিলো। সাবওয়েতে জনৈকার নিতম্বে হাত দেয়া (যৌন হয়রানী) অভিযোগ উঠেছিলো। তাই আলমগীর খানের নীতি, নৈতিকতা, সামাজিক মর্যাদা, ‘এনআরবি অ্যাওয়ার্ড’ নামক সম্মানজনক অনুষ্ঠানের আয়োজকের যোগ্যতার পাশাপাশি দেশের শীর্ষ স্থানীয় রাজনীতিক, শিল্পীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের তার কাছ কাছ থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তী বা গ্রহণ কতটুকু গ্রহণযোগ্য সেই প্রশ্নও উঠেছে। যে ঠিকানা তার অনৈতিকতার রিপোর্ট প্রকাশ করলো সেই ঠিকানা কি করে তার অ্যাওয়ার্ড গ্রহণ করলো? এদিকে কমিউনিটিতে কানাঘুষা চলছে অর্থের বিনিময়ে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে! অনেকের কাছ থেকে অ্যাওয়ার্ড প্রতি ৫০ ডলার গ্রহণ করা হয়েছে বলে জনশ্রুতি রয়েছে। তাই সবদিক বিবেচনায় চরমভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে তথাকথিত ‘এনআরবি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান।
বাংলাদেশী কমিউনিটির অনেকেই অর্থ আতœসাৎসহ নানা কেলেঙ্কারীর সাথে জড়িয়ে পড়ছেন। গেলো সপ্তাহে প্রকাশিত এমনি একটি খবর কমিউনিটিতে আলোড়ন সৃষ্ঠি করেছে। সাপ্তাহিক ঠিকানা ‘জালিয়াতির অর্থ বাড়ি-ব্যবসা নিলামে : অভিযুক্তদের বাংলাদেশ থেকে ধরে আনার প্রক্রিয়া’, ‘সাপ্তাহিক বাংলা পত্রিকা ‘২৭ ফেব্রুয়ারী সাজা ঘোষণা : ৫৫ বছর জেল হতে পারে : কমিউনিটিতে ব্যাপক চাঞ্চল্য ॥ ৮০ লক্ষ ডলার আতœসাতের অভিযোগে বাংলাদেশী জামান দোষী সাব্যস্ত’, সাপ্তাহিক আজকাল ‘৮ মিলিয়ন ডলারম্যান মাহাবুব জামান দোষী সাব্যস্ত : নিউইয়র্কে দুর্ধর্ষ জালিয়াতিতে জড়িত বাংলাদেশী ‘ডার্টি ডজন’, ‘সাপ্তাহিক প্রবাস ‘৮ মিলিয়ন ডলারের চেক জালিয়াতি : বাংলাদেশী চক্র অভিযুক্ত’ শিরোনামে খবরটি প্রকাশ করেছে। এধরনে আরো অনেক খবর ইতিপূর্বে প্রকাশিত হয়েছে। কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে ইতিপূর্বে যাদের বিরুদ্ধে এমন খবর প্রকাশিত হয়েছে তাদের অনেকেই আবার কিছুদিন গা ঢাকা দিয়ে অন্যপথে, অন্যভাবে কমিউনিটিতে ফিরে এসেছে। সচেতন কমিউনিটি মনে করেন এমন লোকদের কমিউনিটিতে সামাজিকভাবে বয়কট করা উচিৎ। অভিযুক্তদের কোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন কোন মিডিয়ায় প্রচার হওয়া উচিৎ নয়।
২১ নভেম্বর’২০১৪ (সাপ্তাহিক পরিচয়)