নিউইয়র্ক ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

টিভি চ্যানেল মালিকদের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের বৈঠক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৩৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০১৫
  • / ২৭১৪ বার পঠিত
ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে তথ্য মন্ত্রণালয়। সারা দেশে বিএনপির অবরোধ কর্মসূচির মধ্যে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বিশেষ সভার একদিন পরই টেলিভিশন মালিকদের সঙ্গে এ বৈঠকে বসলো তথ্য মন্ত্রণালয়। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ছাড়াও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি মাঈনুদ্দিন খান বাদল উপস্থিত রয়েছেন।
আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সভাপতিত্বে বুধবারের বৈঠকে অবরোধের সংবাদ প্রচারের ক্ষেত্রে বেসরকারি টিভি চ্যানেলগুলোর সমালোচনা করা হয় বলে জানা গেছে। ওই বৈঠকে কয়েকজন মন্ত্রী চ্যানেলগুলোর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা বারবার দেখানো, একদিন আগের নিউজ একদিন পরে তাজা খবর হিসেবে দেখানো হচ্ছে উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা এ বিষয়ে বৈঠকে উপস্থিত তথ্যমন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
এ পরিস্থিতিতে চ্যানেল মালিকদের সঙ্গে জরুরিভিত্তিতে সভা ডেকেছে তথ্য মন্ত্রণালয়। বৈঠকের সূচনা বক্তব্যে তথ্যসচিব মরতুজা আহমেদ বলেন, টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম জনজীবন, সামাজিক জীবন এমনকি রাষ্ট্রীয় জীবনকে প্রভাবিত করে। গণমাধ্যমের ভূমিকা ও আমাদের কিছু পর্যবেক্ষণ নিয়ে আজ আমরা আলোচনা করবো। তিনি বলেন, টেলিভিশন সংবাদে মানুষ উজ্জীবিত হয়, টেলিভিশন গণতান্ত্রিক উন্নয়নেও ভূমিকা পালন করে আসছে। টেলিভিশনের ভুল সংবাদ মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
গতকালের সংবাদ ২৪ ঘণ্টা পর আপডেট করে তাজা খবর হিসেবে প্রচার করা হচ্ছে। বাসি খবরকে এভাবে তাজা বানালে মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলে বলেন মরতুজা আহমেদ। মন্ত্রী জানান, টেলিভিশন মালিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবে এ বৈঠক হচ্ছে। এরপরই সভাকক্ষে অবস্থানরত সংবাদিকের বেরিয়ে যাওয়ার অনুরোধ করে তথ্যমন্ত্রী। বৈঠকের পরে তিনি এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করবেন বলেও জানান।
সভায় বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল, মাছরাঙ্গা টিভির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, সময় টিভির চিফ এক্সিকিউটিভ কর্মকর্তা আহমেদ জুবায়ের, চ্যানেল আই বার্তাপ্রধান প্রণব সাহা, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশীদ, চ্যানেল একাত্তর এর ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

টিভি চ্যানেল মালিকদের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের বৈঠক

প্রকাশের সময় : ০৪:৩৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০১৫
ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে তথ্য মন্ত্রণালয়। সারা দেশে বিএনপির অবরোধ কর্মসূচির মধ্যে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বিশেষ সভার একদিন পরই টেলিভিশন মালিকদের সঙ্গে এ বৈঠকে বসলো তথ্য মন্ত্রণালয়। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ছাড়াও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি মাঈনুদ্দিন খান বাদল উপস্থিত রয়েছেন।
আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সভাপতিত্বে বুধবারের বৈঠকে অবরোধের সংবাদ প্রচারের ক্ষেত্রে বেসরকারি টিভি চ্যানেলগুলোর সমালোচনা করা হয় বলে জানা গেছে। ওই বৈঠকে কয়েকজন মন্ত্রী চ্যানেলগুলোর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা বারবার দেখানো, একদিন আগের নিউজ একদিন পরে তাজা খবর হিসেবে দেখানো হচ্ছে উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা এ বিষয়ে বৈঠকে উপস্থিত তথ্যমন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
এ পরিস্থিতিতে চ্যানেল মালিকদের সঙ্গে জরুরিভিত্তিতে সভা ডেকেছে তথ্য মন্ত্রণালয়। বৈঠকের সূচনা বক্তব্যে তথ্যসচিব মরতুজা আহমেদ বলেন, টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম জনজীবন, সামাজিক জীবন এমনকি রাষ্ট্রীয় জীবনকে প্রভাবিত করে। গণমাধ্যমের ভূমিকা ও আমাদের কিছু পর্যবেক্ষণ নিয়ে আজ আমরা আলোচনা করবো। তিনি বলেন, টেলিভিশন সংবাদে মানুষ উজ্জীবিত হয়, টেলিভিশন গণতান্ত্রিক উন্নয়নেও ভূমিকা পালন করে আসছে। টেলিভিশনের ভুল সংবাদ মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
গতকালের সংবাদ ২৪ ঘণ্টা পর আপডেট করে তাজা খবর হিসেবে প্রচার করা হচ্ছে। বাসি খবরকে এভাবে তাজা বানালে মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলে বলেন মরতুজা আহমেদ। মন্ত্রী জানান, টেলিভিশন মালিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবে এ বৈঠক হচ্ছে। এরপরই সভাকক্ষে অবস্থানরত সংবাদিকের বেরিয়ে যাওয়ার অনুরোধ করে তথ্যমন্ত্রী। বৈঠকের পরে তিনি এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করবেন বলেও জানান।
সভায় বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল, মাছরাঙ্গা টিভির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, সময় টিভির চিফ এক্সিকিউটিভ কর্মকর্তা আহমেদ জুবায়ের, চ্যানেল আই বার্তাপ্রধান প্রণব সাহা, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশীদ, চ্যানেল একাত্তর এর ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।