টাইম টেলিভিশন’র ১ম বর্ষপূর্তি ২৫ সেপ্টেম্বর
- প্রকাশের সময় : ০৬:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
- / ১০৪৭ বার পঠিত
নিউইয়র্ক: ২৫ সেপ্টম্বর আনুষ্ঠানিক সম্প্রচারের তারিখেই উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশীদের পছন্দের একমাত্র বাইল্যাঙ্গুয়াল টিভি চ্যানেল টাইম টেলিভিশনের প্রথম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালনের সীদ্ধান্ত নিয়েছে চ্যানেলটির কর্তপক্ষ। আগামী ২৭ সেপ্টেম্বর টাইম টিভির বর্ষপূর্তিতে, জমকালো অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছিলো। সে লক্ষ্যে গেল ২ আগষ্ট রোববার এস্টোরিয়াস্থ টাইম টিভি কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ভেন্যু প্রতিষ্ঠান জয়া গ্র্যান্ড ব্যাঙ্কুয়েট হলের সাথে। কিন্তু আসন্ন জাতিসংঘ সাধারন অধিবেশনে যোগ দিতে, ঐ সময় নিউইয়র্কে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে ২৭ সেপ্টেম্বর, সর্বজনীন সংবর্ধনা দেয়া হবে বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়। ফলে টাইম টিভির পূর্ব পরিকল্পিত বর্ষপূর্তির গেট-টুগেদার পার্টি অনুষ্ঠানটি ২৭ তারিখের বদলে অক্টোবরের কোনো একটি সুবিধাজনক সময়ে করার সিদ্ধান্ত হয়।
তবে, আসছে ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক সম্প্রচারের এক বছর পূর্ণ হতে যাচ্ছে জনপ্রিয় এই চ্যানেলের। এ উপলক্ষে ওইদিনই কেক কাটা, কমিউনিটি ও মূলধারার নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়’সহ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম বর্ষপূতির আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দিনব্যাপী ওই অনুষ্ঠানে থাকবে নানা আয়োজন। ওইদিন টাইম টিভি কার্যালয় থেকে কেক কেটে পালন করা হবে, টেলিভিশনটির বর্ষপূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। এতে নিউইয়র্কের বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেবেন। শনিবার টাইম টিভি কার্যালয়ে এক সভায় বর্ষপূর্তির বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন খূটিনাটি নিয়ে আলোচনা করা হয়। টাইম টিভির সিইও আবু তাহের এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল বছরের ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিউ ইয়র্কের ‘এস্টোরিয়া ওয়ার্ল্ড ম্যানর’- বলরুমে এক অড়ম্বরপূর্ণ লাল গালিচা সংবর্ধনার মধ্য দিয়ে পুরোপুরি (আনুষ্ঠানিক) সম্প্রচারে আসে টাইম টেলিভিশন। এরপর ২০১৫ সালের নতুন বছর তথা ইংরেজী নববর্ষকে বরণে জমকালো আয়োজনের মধ্যদিয়ে কমিউনিটি’সহ বিশ্বজুড়ে দর্শকপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিনোদন ও সংবাদ ভিত্তিক এইচডি নির্ভর টাইম টেলিভিশন। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মত চ্যানেলটির সফলতম অনুষ্ঠান ‘টাইম টেলিভিশন স্প্রিং ফেস্টিভল ২০১৫’ অনুষ্ঠিত হয়।
“ভয়েজ অব টাইম” শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা টাইম টেলিভিশন কমিউনিটির কার্যক্রমকে গুরুত্ব দিয়ে সর্বাধিক লাইভ সম্প্রচারের যে ধারা সুচনা করেছে তা কমিউনিটিতে বেশ সাড়া জাগিয়েছে। এছাড়াও টাইম টেলিভিশনের প্রথম বিবেচ্য বিষয় হচ্ছে, কমিউনিটির বিভিন্ন কার্যক্রম, তাদের সুখ-দুঃখ, সাফল্য-ব্যর্থতা ও দিক নির্দেশনা মূলক নানা বিষয়কে গুরুত্বের সাথে সম্প্রচার করা।
আমেরিকা ও ইউরোপের দর্শকরা টোটাল ক্যাবল, স্টার ক্যাবল, ওয়ার্ল্ড ক্যাবল, যাদু টিভি ও রেডিয়ান্ট আইপিটিভি, ইআপটিভি, মাই ক্যাবেল, দেশআইপিটিভি’সহ ২৪ঘন্টা অনলাইনের মাধ্যমে ঘরে কিংবা গাড়িতে এবং কর্মস্থলে বসেই উপভোগ করছেন জনপ্রিয় এই চ্যানেলটির নিত্যনতুন সব অনুষ্ঠান। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য তথা আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও বাংলাদেশের অগনতি দর্শকদের কাছে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে টাইম টেলিভিশন। ঘরে বসে স্মার্ট টিভি/মোবাইল ফোন অথবা কম্পিউটারে বিশ্বের নানা প্রান্ত থেকে দেখতে পারছেন এই চ্যানেলটি। ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট টাইম টিভি ইউএসএ ডট কম ওয়েব সাইটে গিয়ে সবাই উপভোগ করতে পারবেন নিউইয়র্ক থেকে ২৪ ঘন্টায় সম্প্রচারিত জনপ্রিয় টাইম টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)