নিউইয়র্ক ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জাতীয় সংসদে তথ্যমন্ত্রীর তথ্য : বাংলাদেশ প্রতিদিন-এর শীর্ষস্থান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৩১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫
  • / ১২১৭ বার পঠিত

ঢাকা: তৃতীয়বারের মতো প্রচার সংখ্যায় শীর্ষস্থান অক্ষুণœ রেখেছে বাংলাদেশ প্রতিদিন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গত ৬ সেপ্টেম্বর রোববার জাতীয় সংসদে প্রচার সংখ্যার ভিত্তিতে মিডিয়াভুক্ত দেশের ৫২৮টি দৈনিক পত্রিকার তালিকা প্রদান করেছেন। সংসদে দেওয়া মন্ত্রীর তথ্য অনুযায়ী ৫ লাখ ৫৩ হাজার ৩০০ প্রচার সংখ্যা নিয়ে এবারও বাংলাদেশ প্রতিদিন শীর্ষে রয়েছে। ৫ লাখ ১ হাজার ৮০০ প্রচার সংখ্যা নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে প্রথম আলো। আর ২ লাখ ৫০ হাজার ৮২০ প্রচার সংখ্যা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কালের কণ্ঠ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে তথ্যমন্ত্রী সংসদকে এসব তথ্য দেন।
সরকারদলীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম (মাদারীপুর-৩)-এর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, বর্তমানে মিডিয়াভুক্ত পত্রিকার সংখ্যা ৫২৮টি। এর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত হয় ২৪৫টি এবং মফস্বল থেকে প্রকাশিত হয় ২৮৩টি। মন্ত্রীর তালিকা অনুযায়ী, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার মধ্যে ৪র্থ স্থানে রয়েছে জনকণ্ঠ (২,২৩,০১০), ৫ম স্থানে আমাদের সময় (২,২২,৭০০), ৬ষ্ঠ স্থানে দৈনিক যুগান্তর (২,২১,৬৫০), ৭ম স্থানে দৈনিক ইত্তেফাক (১,৯৪,৬০০), ৮ম স্থানে দৈনিক সমকাল (১,৬৪,৩৫০), ৯ম স্থানে ভোরের কাগজ (১,৬১,১৫০), ১০ম স্থানে রয়েছে মানবকণ্ঠ (১,৬১,০০০)। এরপর প্রচার সংখ্যার ভিত্তিতে ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে- দৈনিক আলোকিত বাংলাদেশ, ভোরের পাতা, সকালের খবর, ইনকিলাব, মানবজমিন, নয়া দিগন্ত, সংবাদ, আমার সংবাদ, যায়যায়দিন, ভোরের ডাক, আমাদের অর্থনীতি, গণকণ্ঠ, আজকালের খবর, বণিক বার্তা প্রভৃতি।
ইংরেজি পত্রিকার মধ্যে প্রচার সংখ্যার ভিত্তিতে প্রথম স্থানে রয়েছে দি ডেইলি স্টার (৪১,৪৫০), দ্বিতীয় স্থানে দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস (৩৫,০৫০), তৃতীয় স্থানে দি নিউএজ (৩৩,০০০), ৪র্থ স্থানে ডেইলি সান (৩২,৮০০), ৫ম স্থানে দি ডেইলি অবজারভার (৩২,৮০০), ৬ষ্ঠ স্থানে দি ইনডিপেন্ডেন্ট (২৮,৭০০), ৭ম স্থানে ঢাকা ট্রিবিউন, ৮ম স্থানে দি নিউজ টুডে, ৯ম স্থানে দি নিউ ন্যাশন ও ১০ম স্থানে রয়েছে দি বাংলাদেশ টুডে। এসব পত্রিকা অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করছে বলেও তথ্যমন্ত্রী সংসদকে জানান। এ ছাড়া মন্ত্রীর দেওয়া তথ্য মতে, বর্তমানে প্রকাশনা বন্ধ রয়েছে দৈনিক আমার দেশ এবং মিডিয়া স্থগিত রয়েছে চারটি পত্রিকার।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

জাতীয় সংসদে তথ্যমন্ত্রীর তথ্য : বাংলাদেশ প্রতিদিন-এর শীর্ষস্থান

প্রকাশের সময় : ০৩:৩১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা: তৃতীয়বারের মতো প্রচার সংখ্যায় শীর্ষস্থান অক্ষুণœ রেখেছে বাংলাদেশ প্রতিদিন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গত ৬ সেপ্টেম্বর রোববার জাতীয় সংসদে প্রচার সংখ্যার ভিত্তিতে মিডিয়াভুক্ত দেশের ৫২৮টি দৈনিক পত্রিকার তালিকা প্রদান করেছেন। সংসদে দেওয়া মন্ত্রীর তথ্য অনুযায়ী ৫ লাখ ৫৩ হাজার ৩০০ প্রচার সংখ্যা নিয়ে এবারও বাংলাদেশ প্রতিদিন শীর্ষে রয়েছে। ৫ লাখ ১ হাজার ৮০০ প্রচার সংখ্যা নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে প্রথম আলো। আর ২ লাখ ৫০ হাজার ৮২০ প্রচার সংখ্যা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কালের কণ্ঠ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে তথ্যমন্ত্রী সংসদকে এসব তথ্য দেন।
সরকারদলীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম (মাদারীপুর-৩)-এর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, বর্তমানে মিডিয়াভুক্ত পত্রিকার সংখ্যা ৫২৮টি। এর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত হয় ২৪৫টি এবং মফস্বল থেকে প্রকাশিত হয় ২৮৩টি। মন্ত্রীর তালিকা অনুযায়ী, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার মধ্যে ৪র্থ স্থানে রয়েছে জনকণ্ঠ (২,২৩,০১০), ৫ম স্থানে আমাদের সময় (২,২২,৭০০), ৬ষ্ঠ স্থানে দৈনিক যুগান্তর (২,২১,৬৫০), ৭ম স্থানে দৈনিক ইত্তেফাক (১,৯৪,৬০০), ৮ম স্থানে দৈনিক সমকাল (১,৬৪,৩৫০), ৯ম স্থানে ভোরের কাগজ (১,৬১,১৫০), ১০ম স্থানে রয়েছে মানবকণ্ঠ (১,৬১,০০০)। এরপর প্রচার সংখ্যার ভিত্তিতে ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে- দৈনিক আলোকিত বাংলাদেশ, ভোরের পাতা, সকালের খবর, ইনকিলাব, মানবজমিন, নয়া দিগন্ত, সংবাদ, আমার সংবাদ, যায়যায়দিন, ভোরের ডাক, আমাদের অর্থনীতি, গণকণ্ঠ, আজকালের খবর, বণিক বার্তা প্রভৃতি।
ইংরেজি পত্রিকার মধ্যে প্রচার সংখ্যার ভিত্তিতে প্রথম স্থানে রয়েছে দি ডেইলি স্টার (৪১,৪৫০), দ্বিতীয় স্থানে দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস (৩৫,০৫০), তৃতীয় স্থানে দি নিউএজ (৩৩,০০০), ৪র্থ স্থানে ডেইলি সান (৩২,৮০০), ৫ম স্থানে দি ডেইলি অবজারভার (৩২,৮০০), ৬ষ্ঠ স্থানে দি ইনডিপেন্ডেন্ট (২৮,৭০০), ৭ম স্থানে ঢাকা ট্রিবিউন, ৮ম স্থানে দি নিউজ টুডে, ৯ম স্থানে দি নিউ ন্যাশন ও ১০ম স্থানে রয়েছে দি বাংলাদেশ টুডে। এসব পত্রিকা অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করছে বলেও তথ্যমন্ত্রী সংসদকে জানান। এ ছাড়া মন্ত্রীর দেওয়া তথ্য মতে, বর্তমানে প্রকাশনা বন্ধ রয়েছে দৈনিক আমার দেশ এবং মিডিয়া স্থগিত রয়েছে চারটি পত্রিকার।