কারাগারে ৩ গণমাধ্যমের কর্ণধার
- প্রকাশের সময় : ১১:২৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৫
- / ৫৫৮ বার পঠিত
ঢাকা: দেশের তিনটি গণমাধ্যমের কর্ণধার এখন কারাগারে। কারাবন্দী সম্পাদক ও মালিকরা হলেন- দৈনিক আমার দেশ’র সম্পাদক মাহমুদুর রহমান, এনটিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী ফালু ও একুশে টিভি’র (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালাম। তিনজনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
জানা যায়, মোসাদ্দেক আলী ফালুকে আটক করা হয় গত ২ ফেব্রুয়ারী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে বের হওয়ার সময় তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে বোমা হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়। এছাড়া বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে গত ৬ জানুয়ারী রাতে টেলিভিশন কার্যালয় থেকে বের হওয়ার সময় আটক করা হয়। আটকের পর তাকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাকেও ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এর আগে ২০১৩ সালের ১১ এপ্রিল গ্রেপ্তার করা হয় দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানকে। এরপর তাকে ১৩ দিনের রিমান্ডে নেয়া হয়। বর্তমানে অর্ধ শতাধিক মামলায় তিনি কারান্তরীণ। বন্ধ রয়েছে আমার দেশ-এর প্রকাশনা। এর আগেও আওয়ামী লীগ সরকারের আমলে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং ১০ মাস জেল খাটার পর তিনি মুক্তি পান।
এছাড়াও তত্বাবধায়ক সরকার আমলে দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়ে চ্যানেল ওয়ান (বন্ধ রয়েছে) এর মালিক গিয়াস উদ্দিন আল মামুন এখনো কারান্তরীন। আর বন্ধ করে দেয়া দিগন্ত টেলিভিশনের মালিক মীর কাশেম আলী যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসির দন্ডপ্রাপ্ত হয়ে কাশিমপুর কারাগারে রয়েছেন। দৈনিক আমাদের অর্থনীতি)