একুশে টিভি’র চেয়ারম্যান আব্দুস সালামের মুক্তি দাবী
- প্রকাশের সময় : ০৪:২৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০১৫
- / ৯৮৮ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল একুশে টিভি’র চেয়ারম্যান আব্দুস সালামকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার মুক্তি দাবী করেছে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব।
প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেন, কোন অভিযোগ ছাড়াই আকস্মিকভাবে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল একুশে টিভি’র চেয়ারম্যান আব্দুস সালামকে গ্রেফতার এবং পরবর্তীতে একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে। বিবৃতিতে তারা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং অবিলম্বে তার মুক্তি দাবী করেন। বিবৃতিতে সাংবাদিক দম্প্রতি সাগর-রুনী হত্যার বিচার, দৈনিক আমার দেশ-এর প্রকাশনা, ইসলামিক টিভি ও দিগন্ত টিভি সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবী করা হয়। এছাড়া ৫ জানুয়ারী ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি