বিজ্ঞাপন :
শ্রদ্ধার আইটেম নাচ
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১০:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০১৪
- / ৯৯২ বার পঠিত
বলিউডের নায়িকাদের এখন প্রয়ই দেখা যাচ্ছে আইটেম নাম্বারে কোমর দোলাতে। এই তালিকা থেকে বাদ পড়লেন না শ্রদ্ধা কাপুরও। ‘উঙ্গলি’ ছবিতে ‘নাচ বাসন্তী’ এই আইটেম নাম্বারের সাথে নাচতে দেখা যাবে তাকে।
মঙ্গলবার মুক্তি পেল সেই গানের টিজার। ভিডিওতে দেখা যাচ্ছে শ্রদ্ধা একটি সোনালি ও লাল রঙের পোশাক পড়ে আছে। আর এই পোশাকে শ্রদ্ধা নিজেকে আরও অনেক বেশি আবেদনময়ী রূপে ধরা দিয়েছে। শ্রদ্ধার সাথে এই আইটেম নাম্বারে ইমরানকেও নাচতে দেখা যাবে।
একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শ্রদ্ধা বলেন, করণ জোহর তাকে এই আইটেম নাম্বারের নাচতে অফার দিয়েছিল। এটা শুনে শ্রদ্ধা খুব উত্তেজিত হয়ে তখনই করণকে হ্যাঁ বলে দিয়েছিলেন।
রানসিল ডি সিলভা পরিচালিত এই ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে ইমরান হাসমির, কঙ্গনা রানাওয়াত ও রণদীপ হুডাকে।