নিউইয়র্ক ১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ভালোবাসা দিবসের অ্যালবাম নিয়ে ব্যস্ত কৃষ্ণা তিথি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:১৭:০১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫
  • / ৩০৬০ বার পঠিত

নিউইয়র্ক: আগামী ভালোবাসা দিবসকে ঘিরে নতুন গানের অ্যালবাম নিয়ে ব্যস্ত প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণা তিথি। আধুনিক গানের এ অ্যালবামে থাকবে দশটি গান আর এটি ঢাকা ও কলকাতার মিউজিক ডিরেক্টরদের যৌথ কম্পোজিশনে হচ্ছে। তিন বছর বয়সে গানের জগতে প্রবেশ করা হালের জনপ্রিয় কন্ঠশিল্পী কৃষ্ণা তিথি সময়ের আবর্তে অনেক বড় হয়েছে কিন্তু সেই যে চ্যানেল আই সেরাদের সেরা তিথি দর্শক নজরে আছেন ঠিক সমান জনপ্রিয়তায়।
‘দু:খ আমার বাসর রাতের পালঙ্ক’ গান গেয়ে যে তিথি বাংলাদেশ এবং প্রবাসের মানুষে নজর কেড়েছিল সেই তিথির মিক্সড অ্যালবাম মিক্সড সালাদও কম জনপ্রিয় হয়নি। কৃষ্ণা ভক্তদের মতে, কৃষ্ণা তিথি যেমন বাংলাদেশে জনপ্রিয় ঠিক তেমনি জনপ্রিয় প্রবাসেও। তাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, ক্যালিফোনিয়া, ওয়ার্শিটন ডিসি, নিউজার্সি, ভার্জিনিয়াসহ ১০ স্টেটে শো করার সুযোগ হয়েছে প্রবাসী তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি।
তিন বছর বয়সে গানের জগতে প্রবেশ করলেও পা পড়েছে ছায়ানটে। আর পরীক্ষা দিতে হয়েছে সুবীর নন্দী, সাবিনা ইয়াসমিন, রুনা লাইলার মতো ভীষণ জনপ্রিয় ও গুণী শিল্পীর সামনে চ্যানেল আই সেরাদের সেরা কন্ঠ অনুষ্ঠানে।
গোপালগঞ্জে জন্ম নেয়া কৃষ্ণা তিথি বড় হয়েছেন ঢাকায়। পিতা তাপস কুমার খাঁ ও মা নিভা রাণী খাঁর ব্যাপক উৎসাহ রয়েছে তিথির জীবনে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের স্পেশাল আর্টিষ্ট বাবাই তিথিকে এতদূর আসার পেছনে অনুপ্রেরণা জুগিয়েছেন। আর সেই ছোট বেলায় উস্তাদ জাকির হোসেন খাঁ যে তালিম দিয়েছিলেন পশ্চিমা মুল্লুকের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথিকে তা বেশ কাজ দিয়েছে গানের জগতে। গত ১৮ সেপ্টেম্বর প্রদত্ত সাক্ষাৎকারে কৃষ্ণা তিথি বলেন, প্রবাসে গান গাইতে গিয়ে তেমন একটা ঝঁক্কি ঝামেলা পোহাতে হচ্ছে না, স্বাচ্ছন্দে গান করতে পারছি। আর সে গান করায় আগ্রহ যোগাচেছ প্রবাসের দর্শকরা। দর্শকদের ভীষণ আগ্রহের কারণেই নতুন অ্যালবাম নিয়ে ব্যস্ততা চলছে। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ভালোবাসা দিবসের অ্যালবাম নিয়ে ব্যস্ত কৃষ্ণা তিথি

প্রকাশের সময় : ০৬:১৭:০১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫

নিউইয়র্ক: আগামী ভালোবাসা দিবসকে ঘিরে নতুন গানের অ্যালবাম নিয়ে ব্যস্ত প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণা তিথি। আধুনিক গানের এ অ্যালবামে থাকবে দশটি গান আর এটি ঢাকা ও কলকাতার মিউজিক ডিরেক্টরদের যৌথ কম্পোজিশনে হচ্ছে। তিন বছর বয়সে গানের জগতে প্রবেশ করা হালের জনপ্রিয় কন্ঠশিল্পী কৃষ্ণা তিথি সময়ের আবর্তে অনেক বড় হয়েছে কিন্তু সেই যে চ্যানেল আই সেরাদের সেরা তিথি দর্শক নজরে আছেন ঠিক সমান জনপ্রিয়তায়।
‘দু:খ আমার বাসর রাতের পালঙ্ক’ গান গেয়ে যে তিথি বাংলাদেশ এবং প্রবাসের মানুষে নজর কেড়েছিল সেই তিথির মিক্সড অ্যালবাম মিক্সড সালাদও কম জনপ্রিয় হয়নি। কৃষ্ণা ভক্তদের মতে, কৃষ্ণা তিথি যেমন বাংলাদেশে জনপ্রিয় ঠিক তেমনি জনপ্রিয় প্রবাসেও। তাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, ক্যালিফোনিয়া, ওয়ার্শিটন ডিসি, নিউজার্সি, ভার্জিনিয়াসহ ১০ স্টেটে শো করার সুযোগ হয়েছে প্রবাসী তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি।
তিন বছর বয়সে গানের জগতে প্রবেশ করলেও পা পড়েছে ছায়ানটে। আর পরীক্ষা দিতে হয়েছে সুবীর নন্দী, সাবিনা ইয়াসমিন, রুনা লাইলার মতো ভীষণ জনপ্রিয় ও গুণী শিল্পীর সামনে চ্যানেল আই সেরাদের সেরা কন্ঠ অনুষ্ঠানে।
গোপালগঞ্জে জন্ম নেয়া কৃষ্ণা তিথি বড় হয়েছেন ঢাকায়। পিতা তাপস কুমার খাঁ ও মা নিভা রাণী খাঁর ব্যাপক উৎসাহ রয়েছে তিথির জীবনে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের স্পেশাল আর্টিষ্ট বাবাই তিথিকে এতদূর আসার পেছনে অনুপ্রেরণা জুগিয়েছেন। আর সেই ছোট বেলায় উস্তাদ জাকির হোসেন খাঁ যে তালিম দিয়েছিলেন পশ্চিমা মুল্লুকের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথিকে তা বেশ কাজ দিয়েছে গানের জগতে। গত ১৮ সেপ্টেম্বর প্রদত্ত সাক্ষাৎকারে কৃষ্ণা তিথি বলেন, প্রবাসে গান গাইতে গিয়ে তেমন একটা ঝঁক্কি ঝামেলা পোহাতে হচ্ছে না, স্বাচ্ছন্দে গান করতে পারছি। আর সে গান করায় আগ্রহ যোগাচেছ প্রবাসের দর্শকরা। দর্শকদের ভীষণ আগ্রহের কারণেই নতুন অ্যালবাম নিয়ে ব্যস্ততা চলছে। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)