ফোক ফেস্টিভাল লালন মিউজিক্যাল নাইট
- প্রকাশের সময় : ১১:৫৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০১৬
- / ১৪৬০ বার পঠিত
নিউইয়র্ক: নব গঠিত ‘এনওয়াসি ইভেন্ট ম্যানেজমেন্ট’-এর আয়োজনে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী অনুষ্ঠান ‘ফোক ফেস্টিভাল তথা লালন মিউজিক্যাল নাইট’। গত ৬ মে শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডস্থ কুইন্স প্যালেসে অনুষ্ঠিত এই ফোক ফেস্টিভালে মা-মাটি ও ভাটিয়ালী গান তথা সুরের মূর্ছনায় হৃদয় ছুঁয়ে যায় অনুষ্ঠানে উপস্থিত শ্রোতা ও দর্শনার্থীদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও জেবিবিএ নিউইয়র্ক-এর সহ সভাপতি শাহ নেওয়াজ। অনুষ্ঠানের চীফ পেট্রন ছিলেন আমেরিকান বাংলাদেশী বিজনেস অ্যালায়েন্স (এবিবিএ)-এর সভাপতি বিলাল চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জিওর চৌধুরী, বাংলাদেশী আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স ফ্রন্ট-এর সভাপতি এডভোকেট রুবাইয়া রহমান, নিউ আমেরিকান ওমেন্স ফোরামের সভাপতি রোকেয়া আক্তার ও সহ সভাপতি শিরীন কামাল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সরোয়ার খান বাবু। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন ওয়েলকেয়ার-এর সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ, বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী মিসবাহ আহমেদ এবং ফরিদ আলম।
অনুষ্ঠান আয়োজক কমিটির কনভেনার মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এবং আয়োজক ও কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন সদস্য সচিব এএফ মিসবাউজ্জামান। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, দেশী এন্টারটেইমেন্টের জামান মুনির, বিশিষ্ট রাজনীতিক আবু তালেব চৌধুরী চান্দু, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি সাইফুল ইসলাম, অনুষ্ঠান আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী শেখ হায়দার আলী, কো কনভেনর সেবুল মিয়া, সমন্বয়কারী ইফজাল আহমেদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সদস্য সচিব এডভোকেট কামরুজ্জামান বাবু।
‘এনওয়াসি ইভেন্ট ম্যানেজমেন্ট’র উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমী সঙ্গীতের আসরে অংশ নিতে পেরে তৃপ্ত অনুভব করেন উপস্থিত সবাই। এতে দেশ ও প্রবাসের শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা ছিল প্রসংশনীয়। অনুষ্ঠানে এসআই সুমন, পারভেজ সাজ্জাদ, রোকসানা মির্জা, শাহ মাহবুব, রানু নেওয়াজ প্রমুখ শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে লালন নিয়ে ব্যতিক্রমী এমন অনুষ্ঠান আয়োজনের প্রশংসা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। তারা বলেন, এমন অনুষ্ঠানের মাধ্যমে দেশের শিল্প-সংস্কৃতি প্রবাসে তুলে ধরতে পারলে পারলে প্রবাসী বাংলাদেশীরাসহ আমাদের নতুন প্রজন্মও উপকৃত হবে।
‘ফোক ফেস্টিভাল তথা লালন মিউজিক্যাল নাইট’-এর পুরো আয়োজন জুড়ে ছিল প্রখ্যাত সঙ্গীত সাধক লালনের গান এবং আধুনিক গানের ব্যতিক্রমী পরিবেশনা। যা উপস্থিত সবার মনযোগ আকর্ষন করে। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানটি উপভোগ করেন।