নিউইয়র্ক: বাংলাদেশের সঙ্গীত শিল্পী উল্কা হোসেনের একক সঙ্গীত সন্ধ্যার আয়োজন ছিল ১ জুন সোমবার। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মামুন টিউটোরিয়ালে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক, সঙ্গীত বিশারদসহ প্রবাসের সঙ্গীত পিপাসুরা। দর্শক-শ্রোতাদের অনুরোধে ঘরোয়া মেজাজের এই সঙ্গীত সন্ধ্যায় শিল্পীর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন আরটিভির আবাসিক পরিচালক কাজী শামসুল হক। এর পরপরই নজরুল সঙ্গীত, আধুনিক গানসহ বেশ কয়েকটি রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন শিল্পী উল্কা হোসেন। শিল্পীকে তবালয় সঙ্গত করেন বিশিষ্ট তবলা বাদক তপন মদক এবং মন্দিরায় ছিলেন শহীদ উদ্দিন।
অনুষ্ঠানের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক, সরগম পত্রিকার সম্পাদক কাজী রওনক হোসেন। উল্লেখ্য, ব্যক্তি জীবনে উল্কা হোসেন কাজী রওনক হোসেনের স্ত্রী । অনুষ্ঠানে বেশ কিছু গানে শিল্পীর সাথে গলা মেলান শ্রোতারা।