নিউইয়র্ক ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আইটেম গানে উর্বশীর সঙ্গে ইমন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০১৪
  • / ১১৮০ বার পঠিত

নির্মাতা স্বপন আহমেদের নতুন ছবি ‘পরবাসিনী’র ছবির আইটেম গানে নেচেছেন ভারতীয় সুপার মডেল ও মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০১২ বিজয়ী উর্বশী রাওতেলা। এই আইটেম গানের দৃশ্যে ছিলেন ছবির নায়ক ইমনও। এমনই বাংলামেইলকে জানান নির্মাতা। তিনি বলেন, ‘ইমন মূলত নাচেনি। তবে গানের দৃশ্যে সে ছিল। আমি খুব হ্যাপি যে কাজটি শেষ পর্যন্ত ভালো হয়েছে।’ নির্মাতা স্বপন আহমেদ বর্তমানে প্যারিসে অবস্থান করছেন।

‘একি জ্বালা মন বেতালা’ শিরোনামের আইটেম গানটি লিখেছেন শ্রীজাত এবং এর সংগীতায়োজন করেছেন বিনীত। ছবিতে মোট গান রয়েছে ৭টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, কনা, তিশমা, এলিটা, পড়শী, ইবরার টিপু, আরিফ রানা।

ইমপ্রেস টেলিফিল্ম ও রেগে ইন্টারটেইনমেন্টের প্রযোজনায় কল্পকাহিনী নির্ভর এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল ২০১২ সালে। বাংলাদেশ ছাড়াও ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, লুক্সমেবার্গ, নেদারল্যান্ড, বোম্বে ও কলকাতায় ছবিটির শুটিং হয়। এতে অভিনয় করেছেন ইমন, সোহেল খান, দাউদ হোসাইন রনি, কলকাতার সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়া, অপ্সরাসহ বেশ কয়েকজন বিদেশি অভিনয়শিল্পী। নির্মাতা জানান শিগগিরই তিনি ছবিটি মুক্তি দিবেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

আইটেম গানে উর্বশীর সঙ্গে ইমন

প্রকাশের সময় : ০৯:০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০১৪

নির্মাতা স্বপন আহমেদের নতুন ছবি ‘পরবাসিনী’র ছবির আইটেম গানে নেচেছেন ভারতীয় সুপার মডেল ও মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০১২ বিজয়ী উর্বশী রাওতেলা। এই আইটেম গানের দৃশ্যে ছিলেন ছবির নায়ক ইমনও। এমনই বাংলামেইলকে জানান নির্মাতা। তিনি বলেন, ‘ইমন মূলত নাচেনি। তবে গানের দৃশ্যে সে ছিল। আমি খুব হ্যাপি যে কাজটি শেষ পর্যন্ত ভালো হয়েছে।’ নির্মাতা স্বপন আহমেদ বর্তমানে প্যারিসে অবস্থান করছেন।

‘একি জ্বালা মন বেতালা’ শিরোনামের আইটেম গানটি লিখেছেন শ্রীজাত এবং এর সংগীতায়োজন করেছেন বিনীত। ছবিতে মোট গান রয়েছে ৭টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, কনা, তিশমা, এলিটা, পড়শী, ইবরার টিপু, আরিফ রানা।

ইমপ্রেস টেলিফিল্ম ও রেগে ইন্টারটেইনমেন্টের প্রযোজনায় কল্পকাহিনী নির্ভর এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল ২০১২ সালে। বাংলাদেশ ছাড়াও ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, লুক্সমেবার্গ, নেদারল্যান্ড, বোম্বে ও কলকাতায় ছবিটির শুটিং হয়। এতে অভিনয় করেছেন ইমন, সোহেল খান, দাউদ হোসাইন রনি, কলকাতার সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়া, অপ্সরাসহ বেশ কয়েকজন বিদেশি অভিনয়শিল্পী। নির্মাতা জানান শিগগিরই তিনি ছবিটি মুক্তি দিবেন।