নিউইয়র্ক ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

২০ ফেব্রুয়ারী হোয়াইট হাউজের সামনে একুশের অনুষ্ঠান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০১৬
  • / ১৭৭৭ বার পঠিত

নিউইয়র্ক: প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে একুশ উদযাপন করবে বৃহত্তর ওয়াশিংটন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। আগামী ২০ ফেব্রুয়ারী শনিবার দিবাগত রাত ১১টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে। মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ, বৃহত্তর ওয়াশিংটন যুবলীগ, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগ এবং বৃহত্তর ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গঠিত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ব্যানারে এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন একুশ উদযাপন কমিটি’র আহ্বায়ক ও মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহ-সভাপতি অমর ইসলাম।
মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি সাদেক খান জানিয়েছেন, প্রথমবারের মতো হোয়াইট হাউজের সামনে ‘লাফায়েত স্কয়ার’-এ একুশের প্রথম প্রহরে একুশ উদযাপনের আয়োজন করা হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির ব্যানারে আয়োজিত একুশের এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাইকে সপরিবারে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।
এব্যাপারে ম্যারিল্যান্ড স্টেট আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম বলেন, এই প্রথমবারের মত হোয়াইট হাউজের সামনে অমর একুশের অনুষ্ঠান আয়োজনে অংশীদার হতে পেরে নিজেকে গর্বিত বোধ করছি। মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির এই আয়োজন বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী বাঙালীদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।
ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি রফিক পারভেজ বলেন, সকল ভয় ভীতি আর জঙ্গিবাদকে মোকাবেলা করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। দেশের এই অগ্রযাত্রায় ওয়াশিংটন প্রবাসী মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিও আজ ঐক্যবদ্ধ। হোয়াইট হাউজের সামনে একুশের প্রথমে একুশ উদযাপন বৃহত্তর ওয়াশিংটন প্রবাসীদের জন্য এবারই প্রথম।
সংশ্লিষ্টরা জানান, হোয়াইট হাউজের সামনে এই প্রথম একুশ উদযাপন উপলক্ষে ইতিমধ্যেই অস্থায়ী শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয়েছে। একুশের প্রথম প্রহরে হোয়াইট হাউজের সামনের ‘লাফায়েত স্কয়ার’-এ অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে একুশ উদযাপনের খবর ইতোমধ্যে ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশীদের মাঝে বিপুল আগ্রহ আর উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

২০ ফেব্রুয়ারী হোয়াইট হাউজের সামনে একুশের অনুষ্ঠান

প্রকাশের সময় : ০৫:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০১৬

নিউইয়র্ক: প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে একুশ উদযাপন করবে বৃহত্তর ওয়াশিংটন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। আগামী ২০ ফেব্রুয়ারী শনিবার দিবাগত রাত ১১টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে। মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ, বৃহত্তর ওয়াশিংটন যুবলীগ, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগ এবং বৃহত্তর ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গঠিত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ব্যানারে এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন একুশ উদযাপন কমিটি’র আহ্বায়ক ও মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহ-সভাপতি অমর ইসলাম।
মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি সাদেক খান জানিয়েছেন, প্রথমবারের মতো হোয়াইট হাউজের সামনে ‘লাফায়েত স্কয়ার’-এ একুশের প্রথম প্রহরে একুশ উদযাপনের আয়োজন করা হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির ব্যানারে আয়োজিত একুশের এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাইকে সপরিবারে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।
এব্যাপারে ম্যারিল্যান্ড স্টেট আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম বলেন, এই প্রথমবারের মত হোয়াইট হাউজের সামনে অমর একুশের অনুষ্ঠান আয়োজনে অংশীদার হতে পেরে নিজেকে গর্বিত বোধ করছি। মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির এই আয়োজন বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী বাঙালীদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।
ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি রফিক পারভেজ বলেন, সকল ভয় ভীতি আর জঙ্গিবাদকে মোকাবেলা করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। দেশের এই অগ্রযাত্রায় ওয়াশিংটন প্রবাসী মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিও আজ ঐক্যবদ্ধ। হোয়াইট হাউজের সামনে একুশের প্রথমে একুশ উদযাপন বৃহত্তর ওয়াশিংটন প্রবাসীদের জন্য এবারই প্রথম।
সংশ্লিষ্টরা জানান, হোয়াইট হাউজের সামনে এই প্রথম একুশ উদযাপন উপলক্ষে ইতিমধ্যেই অস্থায়ী শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয়েছে। একুশের প্রথম প্রহরে হোয়াইট হাউজের সামনের ‘লাফায়েত স্কয়ার’-এ অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে একুশ উদযাপনের খবর ইতোমধ্যে ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশীদের মাঝে বিপুল আগ্রহ আর উদ্দীপনা সৃষ্টি হয়েছে।