আন্তর্জাতিক ফারাক্কা দিবস উপলক্ষে সভা ১৬ মে

- প্রকাশের সময় : ০৮:২১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০১৬
- / ৯৭৫ বার পঠিত
নিউইয়র্ক: ঐতিহাসিক ফারাক্কা দিবস ১৬ মে। দিবসটি স্মরণে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি) নিউইয়র্ক-এর উদ্যোগে এক সভার আয়োজন করা হয়েছে। ‘উজানে ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদ এবং বাংলাদেশের নদী-পানির ন্যায্য অধিকার’ দাবীতে ঐদিন সোমবার বিকেল ৬টায় সিটির জ্যাকসন হাইটস্থ পপুলার ড্রাইভিং স্কুল মিলনায়তনে (৭২-২৬, রুজভেল্ট এভিনিউ, নিউইয়র্ক) এই সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ৪০ বছর আগে ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ‘মরণ ফাঁদ ফারাক্কা বাঁধ’ অভিমুখে হাজার হাজার মানুষের লংমার্চ অনুষ্ঠিত হয়। ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে এই দিন বাংলাদেশের সর্বস্তরের মানুষের বজ্রকন্ঠ ভারতের তৎকালীন কংগ্রেসী শাসকমহলেও কাঁপন ধরিয়ে দেয়। যার রেশ উপমহাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পৌঁছে যায়। ১৯৭৬ সালের লং মার্চের মূল লক্ষ্য ছিল ফারাক্কা বাঁধ। কিন্তু পদ্মাসহ দেশের সকল অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে সমস্যা আজো অমীমাংসিত রয়ে গেছে। তিস্তা নিয়ে চুক্তির নামে দীর্ঘমেয়াদী লুকোচুরি খেলা চলছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত তার একতরফা নীতির আওতায় গঙ্গা তথা পদ্মায় যে অবৈধ বাঁধ নির্মাণ করে সেই বাঁধ বাংলাদেশের কোটি কোটি মানুষের জন্য আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। দেশ ও প্রবাসের জনগণের প্রত্যাশা ভারত সরকার সীমান্ত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ছিটমহল সমস্যার সমাধানের পাশাপাশি পানি সমস্যার সমাধানেও এগিয়ে আসবে।
আইএফসি, নিউইয়র্ক-এর চেয়ারম্যান আতিকুর রহমান ইউসুফজাই আন্তর্জাতিক ফারাক্কা দিবস-এর সভা সফল করার জন্য দেশপ্রেমিক সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন। খবর ইউএনএ’র।