মুস্তাফিজকে টেস্ট ম্যাচ কম খেলানো হবে

- প্রকাশের সময় : ১০:৩৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬
- / ৬৮৫ বার পঠিত
ঢাকা: প্রতিভাবান উদীয়মান পেসার মুস্তাফিজুর রহমানকে টেস্ট ম্যাচ কম খেলানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডর (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। অতিরিক্ত ম্যাচ খেলতে গিয়ে ২০ বছরের তরুণ এ পেসার যেন ইনজুরিতে না পড়ে সেজন্য এ ধরনের সিদ্ধান্ত বলে জানান তিনি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বিস্ময়ের পর বিস্ময় উপহার দিচ্ছেন কাটার মাস্টার। সামনেও টানা খেলার মধ্যে থাকতে হবে তাকে। তবে বিসিবি সভাপতি সোমবার বলেছেন, মুস্তাফিজ যে দলেই খেলুক না কেন তাকে পর্যাপ্ত বিশ্রাম দিতে বলবেন তারা।
নাজমুল বলেন,’আইপিএল শেষে তার কাউন্টি খেলতে যাওয়ার কথা। আমরা তাকে যেখানেই পাঠাই সেখানেই বোর্ড থেকে নির্দেশনা দেওয়া থাকবে। সে লম্বা দৈর্ঘ্যের ক্রিকেট খেলুক, সেটা আমরা এখন চাই না। ওয়ানডে ও টি২০ খেলুক। তাকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। এগুলো আমরা চিন্তা-ভাবনা করছি। মুস্তাফিজ আমাদের সম্পদ। এই সম্পদ আমরা চোটে ফেলে নষ্ট করতে চাই না। বাংলাদেশের জন্য সে অনেক মূল্যবান। সেজন্যই আমরা মুস্তাফিজকে রক্ষা করব।১২ মাসের আন্তর্জাতিক ক্যারিয়ারে দুই বার ইনজুরিতে পড়েছেন বাঁহাতি এ পেসার। এজন্য পিএসএল খেলতে পারেননি, এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপও পুরোপুরি খেলতে পারেননি। মুস্তাফিজকে বিদেশি লীগে পাঠানো হলে কী নির্দেশনা দেওয়া হবে সেটাও বলেছেন নাজমুল,’আগেভাগেই তার ব্যাপারে আমাদের শর্তগুলো সংশ্লিষ্ট বোর্ড ও দলকে আমরা জানাব। তার বয়স এখন অনেক কম। তার মাংসপেশি যেভাবে তৈরি হওয়ার কথা সেভাবে এখনও হয়নি। আমরা এসব নিয়ে কাজ করছি।