বিজ্ঞাপন :
বিশ্বকাপ ক্রিকেট : একান্ত ব্যক্তিগত…..
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১১:১৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০১৫
- / ৫২৬ বার পঠিত
অষ্ট্রেলিয়া: ক্যানবেরা, মেলবোর্ন, নেলসন, এডিলেইডে বাংলাদেশের খেলা দেখলাম। এবার যাবো হ্যামিলটনে। এখন পর্যন্ত দেখা চার খেলার তিনটিতে জিতেছে বাংলাদেশ। এরজন্যে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। ক্যানবেরায় যাওয়া আসা করেছি নিজের গাড়িতে। কিন্তু মেলবোর্ন, নেলসন, এডিলেইড আর এখন যে হ্যামিলটনে যাবো এসবের জন্যে বিমানের টিকেটের পিছনেই গেছে তিন হাজার ডলারের বেশি। বিশ্বকাপকে কেন্দ্র করে গত এক মাস ধরে নিজের কাজকর্ম, আয়-রোজগার সব বন্ধ। তবু ছুটে চলেছি ভালোলাগার দেশের দলের পিছনে। এখন কোয়ার্টার ফাইনাল উপলক্ষে আবার যেতে হবে মেলবোর্ন, আবার বিমান ভাড়া সহ রাহা খরচ! তবু যেন আমার দল জিতে কোয়ার্টার ফাইন্যালে। এরচেয়ে বড় চাওয়া কী আর কিছু হতেপারে আমাদের? জয় বাংলা।
Tag :
WCC_Fazlul Bari Parsonal