বাংলাদেশের ঐতিহাসিক প্রথম ওয়ানডে ম্যাচের দিন ৩১ মার্চ ১৯৮৬
- প্রকাশের সময় : ০৬:৪২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০১৫
- / ২২৬৪ বার পঠিত
১৯৮৬ সালের ৩১ মার্চ বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচটি খেলেছিলো শ্রীলংকার মাটিতে এশিয়াকাপ ক্রিকেটে। গাজী আশরাফ লিপুর নেতৃত্বে মাঠে নেমেছিলো টাইগার বাহিনী। দলীয় ম্যানেজার ছিলেন কাইয়ুম ভাই। টাইগার দলকে আজকের এপর্যায়ে আনার পেছনে সেই দলের লিপু-রকিবুল-সানি-বাদশা-সামি-প্রিন্স-সাদ-নভেল-নান্নু-শহিদ-রফিক-সুরু-ফারুক ও মাসুম এদের অবদানের কথা বিশেষ ভাবে স্মরণ করতেই হয়…………
বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক প্রথম ওয়ানডে ম্যাচের স্কোর: শ্রীলংকায় ১৯৮৬ সালে অনুষ্টিত এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম আইসিসির স্বীকৃত ওয়ান ডে ম্যাচটি খেলে গাজী আশরাফ লিপুর নেতৃত্বে পাক দলের বিরুদ্ধে। সেই সময় বিশ্বখ্যাত ইমরান খাঁন-ওয়াসিম আকরাম-আবদুল কাদির-জাকির খাঁনদের বোলিংএ ব্যাটিং ব্যর্থতাটা ছিলো যেন প্রত্যাশিত। মাত্র ৯৪ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ। তবে বোলিং ছিলো প্রশংসা করার মতোই। ওর্য়াল্ড ক্লাস ব্যাটসম্যান জাভেদ মিয়াদাদ-রমিজ রাজা-মুদ্দাসর নজর-মহসিন খাঁন-কাশিম ওমরের ওই ৯৪ রান তুলতেই ৩৩ ওভার ব্যাট করতে হয়। আর হারাতে হয় ৩ উইকেট প্রিন্স-সুরু-বাদশা-সামী-লিপু এদের হিসেবী বোলিং হাত খুলে ব্যাট চালানোটা আর হয়ে উঠেনি। বাদশা ছিলেন সবচেয়ে সফল বোলার। ৯ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে দখল করেন মহসীন খাঁন ও রমিজ রাজার মূল্যবান দু উইকেট, লিপু ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে মিয়াদাদকে ফেরান প্যাভেলিয়নের দিকে, সামী ৭ ওভারে ১৫ রান এবং গোলাম ফারুক সুরু ৬ ওভারে দেন মাত্র ১৩ রান। তার আগে ব্যাটিং এ সফল ছিলেন ঢাকা মোহামেডান ও চট্রগামের খ্যাতিমান ব্যাটসম্যান শহিদুর রহমান শহিদ। তার ব্যাট থেকে আসে সর্বোচ ৩৭ রান। সুরু ও রফিকুল আলম দুজনেই ১৪ রান করে সংগ্রহ করেন। এছাড়া বাকি ৮ জন মিলে তোলেন মাত্র ২০ রান। (সূত্র: ফেসবুক)