নিউইয়র্ক ০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জ্যাকসন হাইটস, ব্রাদার্স ও সোনার বাংলা’র জয়লাভ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:২২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০১৬
  • / ৮৭৮ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬’-এর চতুর্থ সপ্তাহের খেলায় ১৫ মে রোববার জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স এলায়েন্স ও সোনার বাংলা জয়লাভ করেছে। অপরদিকে আইসাব ও ওজনপার্ক এফসি’র মধ্যকার খেলা ড্র হয়েছে। এদিন লীগের চারটি খেলা অনুষ্ঠিত হয়। শীতল আবহাওয়ায় অনুষ্ঠিত খেলাগুলোতে জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব ২-০ গোলে ব্রঙ্কস ওয়ারিয়র, ব্রাদার্স এলায়েন্স ১-০ গোলে নিউজার্সী ইউনাইটেড, সোনার বাংলা ৩-১ গোলে মোহামেডান স্পোটিং ক্লাবকে পরাজিত করে স্ব স্ব খেলায় পূর্ণ পয়েন্ট অর্জন করে। খবর ইউএনএ’র।
খেলার সংক্ষিপ্ত বিবরণ: দিনের প্রথম খেলায় জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব চমৎকার খেলে সহজেই ২-০ গোলে ব্রঙ্কস ওয়ারিয়রকে পরাজিত করে। খেলার দ্বিতীয়ার্ধে গোল দুটি হয়। এই অর্ধের ৩৩ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে আশিক প্রথম গোল করেন (১-০)। এরপর খেলার ৪৪ মিনিটের সময় রাহাত জ্যাকসন হাইটসের পক্ষে দ্বিতীয় গোল করেন (২-০)।
দিনের দ্বিতীয় খেলায় ব্রাদার্স এলায়েন্স ১-০ গোলে নিউজার্সী ইউনাইটেডকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করেন। আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলার প্রথমার্ধের ৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ব্রাদার্সের সুমন। পরবর্তীতে উভয় দল একাধিক গোলের সুযোগ নষ্ট করেন।
দিনের তৃতীয় খেলায় সোনার বাংলা ৩-১ গোলে মোহামেডান স্পোটিং ক্লাবকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার ৮ মিনিটের সময় সোনার বাংলার পক্ষে এলাভিজ প্রথম গোল করেন (১-০)। খেলার ২৬ মিনিটের সময় একই দলের অনিক দ্বিতীয় গোল করেন (২-০)। খেলার ৩১ মিনিটের সময় বিজয়ী দলে পক্ষে রাহাত আরো একটি গোল করেন (৩-০)। খেলার শেষ মূহুর্তে অর্থাৎ ৪৮ মিনিটের সময় মোহামেডানের পক্ষে শিপন একটি গোল পরিশোধ করে (৩-১)।
দিনের শেষ ও চতুর্থ খেলায় লীগের দুই শক্তিশালী দল আইসাব এবং ওজনপার্ক এফসি একে প্রতিদ্বন্দিতা করে। খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলার প্রথমার্ধের ১১ মিনিটের সময় ওজনপার্কের পক্ষে রাহি প্রথমগোল করেন (১-০)। খেলার দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটের সময় আইসাব-এর পক্ষে সৌরভ গোল পরিশোধ করেন (১-১)।
আগামী সপ্তাহের খেলা: আগামী সপ্তাহে অর্থাৎ ২২ মে রোববার একই মাঠে ‘পরিচয় ফুটবল লীগ’-এর আরো চারটি খেলা অনুষ্ঠিত হবে। বিকেল সোয়া তিনটায় প্রথম খেলায় আইসাব ও ব্রঙ্কস ইউনাইটেড, বিকেল সোয়া চারটায় সোনার বাংলা ও ব্রাদার্স এলায়েন্স, বিকেল সোয়া পাঁচটায় ব্রাদার্স ওয়ারিয়র ও নিউজার্সী ইউনাইটেড এবং বিকেল সোয়া ছয়টায় জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

জ্যাকসন হাইটস, ব্রাদার্স ও সোনার বাংলা’র জয়লাভ

প্রকাশের সময় : ০২:২২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০১৬

নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬’-এর চতুর্থ সপ্তাহের খেলায় ১৫ মে রোববার জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স এলায়েন্স ও সোনার বাংলা জয়লাভ করেছে। অপরদিকে আইসাব ও ওজনপার্ক এফসি’র মধ্যকার খেলা ড্র হয়েছে। এদিন লীগের চারটি খেলা অনুষ্ঠিত হয়। শীতল আবহাওয়ায় অনুষ্ঠিত খেলাগুলোতে জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব ২-০ গোলে ব্রঙ্কস ওয়ারিয়র, ব্রাদার্স এলায়েন্স ১-০ গোলে নিউজার্সী ইউনাইটেড, সোনার বাংলা ৩-১ গোলে মোহামেডান স্পোটিং ক্লাবকে পরাজিত করে স্ব স্ব খেলায় পূর্ণ পয়েন্ট অর্জন করে। খবর ইউএনএ’র।
খেলার সংক্ষিপ্ত বিবরণ: দিনের প্রথম খেলায় জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব চমৎকার খেলে সহজেই ২-০ গোলে ব্রঙ্কস ওয়ারিয়রকে পরাজিত করে। খেলার দ্বিতীয়ার্ধে গোল দুটি হয়। এই অর্ধের ৩৩ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে আশিক প্রথম গোল করেন (১-০)। এরপর খেলার ৪৪ মিনিটের সময় রাহাত জ্যাকসন হাইটসের পক্ষে দ্বিতীয় গোল করেন (২-০)।
দিনের দ্বিতীয় খেলায় ব্রাদার্স এলায়েন্স ১-০ গোলে নিউজার্সী ইউনাইটেডকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করেন। আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলার প্রথমার্ধের ৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ব্রাদার্সের সুমন। পরবর্তীতে উভয় দল একাধিক গোলের সুযোগ নষ্ট করেন।
দিনের তৃতীয় খেলায় সোনার বাংলা ৩-১ গোলে মোহামেডান স্পোটিং ক্লাবকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার ৮ মিনিটের সময় সোনার বাংলার পক্ষে এলাভিজ প্রথম গোল করেন (১-০)। খেলার ২৬ মিনিটের সময় একই দলের অনিক দ্বিতীয় গোল করেন (২-০)। খেলার ৩১ মিনিটের সময় বিজয়ী দলে পক্ষে রাহাত আরো একটি গোল করেন (৩-০)। খেলার শেষ মূহুর্তে অর্থাৎ ৪৮ মিনিটের সময় মোহামেডানের পক্ষে শিপন একটি গোল পরিশোধ করে (৩-১)।
দিনের শেষ ও চতুর্থ খেলায় লীগের দুই শক্তিশালী দল আইসাব এবং ওজনপার্ক এফসি একে প্রতিদ্বন্দিতা করে। খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলার প্রথমার্ধের ১১ মিনিটের সময় ওজনপার্কের পক্ষে রাহি প্রথমগোল করেন (১-০)। খেলার দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটের সময় আইসাব-এর পক্ষে সৌরভ গোল পরিশোধ করেন (১-১)।
আগামী সপ্তাহের খেলা: আগামী সপ্তাহে অর্থাৎ ২২ মে রোববার একই মাঠে ‘পরিচয় ফুটবল লীগ’-এর আরো চারটি খেলা অনুষ্ঠিত হবে। বিকেল সোয়া তিনটায় প্রথম খেলায় আইসাব ও ব্রঙ্কস ইউনাইটেড, বিকেল সোয়া চারটায় সোনার বাংলা ও ব্রাদার্স এলায়েন্স, বিকেল সোয়া পাঁচটায় ব্রাদার্স ওয়ারিয়র ও নিউজার্সী ইউনাইটেড এবং বিকেল সোয়া ছয়টায় জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।