নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬’-এর পঞ্চম সপ্তাহের খেলায় ২২ মে রোববার আইসাব, ব্রঙ্কস ওয়ারিয়র ও জ্যাকসন হাইটস জয়লাভ করেছে। অপরদিকে সোনার বাংলা ও ব্রাদার্স এলায়েন্স-এর মধ্যকার খেলা ড্র হয়েছে। সিটির এলমহার্সস্থ নিউ টাউন অ্যাথলেটিক মাঠে এদিন লীগের চারটি খেলা অনুষ্ঠিত হয়। খেলাগুলোতে আইসাব ২-০ গোলে ব্রঙ্কস ইউনাইটেডকে, ব্রঙ্কস ওয়ারিয়র ১-০ গোলে নিউজার্সী ইউনাইটেডকে এবং জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব ৬-০ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে স্ব স্ব খেলায় পূর্ণ পয়েন্ট অর্জন করে। অপরদিকে সোনার বাংলা ও ব্রাদার্স এলায়েন্স-এর মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়। এদিকে জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাবের রাহাত লীগে হ্যাট্রিক করার গৌরব অর্জন করেছেন। অপরদিকে চলতি লীগে প্রথমবারের মতো লাল কার্ড পেয়েছে ব্রঙ্কস ইউনাইটেডের কৃতি খেলোয়ার কফিল ও সৌরভ। খবর ইউএনএ’র।
খেলার সংক্ষিপ্ত বিবরণ: দিনের প্রথম খেলায় আইসাব ২-০ গোলে ব্রঙ্কস ইউনাইটেডকে পরাজিত করে। চলতি লীগের লীগের অন্যতম শক্তিশালী এই দুই দলের খেলাটি ছিলো উপভোগ্য। খেলায় ছিলো আক্রমন, পাল্টা আক্রমন। তবে তুলনামূলকভাবে আইসাব ভালো খেলেই জয় ছিনিয়ে নেয়। খেলার প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে গোল দু’টি হয়। প্রথমার্ধের ১৩ মিনিটের সময় আইসাব-এর ফারাজি প্রথম গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। জমে উঠে উভয় দলের খেলা। খেলার দ্বিতীয়ার্ধের ৪০ মিনিটের সময় একটি ফাউলকে কেন্দ্র করে ব্রঙ্কস ইউনাইটেডের রাসেল রেফারীর সাথে অখেলোয়ারী সুলভ আচরণ করলে রেফারী তাকে হলুদ কার্ড প্রদর্শণ করে সতর্ক করেন। এরপরও রাসেল রেফারীর সাথে খারাপ আচরণ করলে রেফারী তাকে লাল কার্ড প্রদর্শন করেন। রাসেলকে লাল কার্ড দেয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেন তার সতীর্থ ব্রঙ্কস ইউনাইটেডের কৃতি খেলোয়ার কফিল। তিনিও রেফারীর সাথে অসৌজন্য আচরণ করলে রেফারী কফিলকেও লাল কার্ড প্রদর্শণ করেন। এরপর ৯জন খেলোয়ার নিয়ে ব্রঙ্কস ইউনাইটেড ১১জন নিয়ে খেলা আইসাবের মোকাবেলা করতে হয়। খেলার ৪৬ মিনিটের সময় আইসাব-এর সৌরভ দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন (২-০)।
দিনের দ্বিতীয় খেলায় সোনার বাংলা ও ব্রাদার্স এলায়েন্স প্রতিদ্বন্দ্বিতা করে। আকর্ষনীয় খেলাটি ১-১ গোলে ড্র হয়। এই খেলায় ছিলো আক্রমণ, পাল্টা আক্রমন। খেলায় কেউ জয়লাভ করতে না পারলেও উভয় দল একাধিক গোলের সুযোগ নষ্ট করে। খেলার প্রথমার্ধের ২৮ মিনিটের সময় সোনার বাংলা’র তানভির প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। খেলার দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটের সময় ব্রাদার্সের পক্ষে দেলোয়ার গোল করে খেলায় সমসতা ফিরিয়ে আনেন (১-১)। শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় খেলাটি ড্র এবং পয়েন্ট ভাগাভাগি হয়।
দিনের তৃতীয় খেলায় ব্রঙ্কস ওয়ারিয়র ১-০ গোলে নিউজার্সী ইউনাইটেডকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। খেলার ২০ মিনিটের সময় বিজয়ী দলের রকি জয়সূচক গোলটি করেন।
দিনের শেষ ও চতুর্থ খেলায় জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব সহজেই ৬-০ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। এই খেলায় বিজয়ী দলের রাহাত হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন। খেলার ৫, ২১ ও ৩৭ মিনিটের সময় রাহাত এবং ৩৩ মিনিটের সময় আতিক, ৪০ মিনিটের সময় ফাহিম ও ৪৯ মিনিটের সময় ইকবাল আরো একটি গোল করেন। এই খেলায় জ্যাকসন হাইটসের কাছে মোহামেডা দাঁড়াতেই পারেনি।
আগামী সপ্তাহের খেলা: আগামী সপ্তাহে অর্থাৎ ২৯ মে রোববার একই মাঠে ‘পরিচয় ফুটবল লীগ’-এর আরো চারটি খেলা অনুষ্ঠিত হবে। বিকেল সোয়া তিনটায় প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব, বিকেল সোয়া চারটায় ব্রাদার্স এলায়েন্স ও ওজনপার্ক এফসি, বিকেল সোয়া পাঁচটায় আইসাব ও সোনার বাংলা এবং বিকেল সোয়া ছয়টায় জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব ও নিউজার্সী ইউনাইটেড একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।