নিউইয়র্ক: আওয়ামী লীগ-বিএনপি’র রাজনীতি নিয়ে নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে দেশের দুই শীর্ষ দুই দলের নেতা-কর্মীদের কর্মকান্ডে ক্ষুব্ধ প্রবাসের সচেতন প্রবাসী বাংলাদেশীরা। বিশেষ করে দুই দলে অভ্যন্তরীণ কোন্দল, বিভেদ-বিভক্তি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আরো ৮ নেতাকে কেন্দ্র কর্তৃক বহিষ্কার, দীর্ঘ প্রায় চার বছর ধরে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠিত না হওয়া প্রভৃতি ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীদের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসে যা ঘটছে তাতে দেশের ভাবমূর্তিই বিনষ্ট হচ্ছে বলে তারা মন্তব্য করেছেন। কেননা, উভয় দলের একাধিক সভা-সমাবেশে হট্টগোল, হাতাহাতি, পুলিশ ডাকাডাকি, অশ্লীল ভাষায় বকাবকি প্রভৃতি ঘটনায় বিতশ্রদ্ধ প্রবাসীরা। শুধু জ্যাকসন হ্ইাটস নয়, কমিউনিটির বিভিন্ন মহলে এসব নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। হচ্ছে নানা সমালোচনাও। তারা এমনও মন্তব্য করছেন যে, ‘দেশে প্রবাসের রাজনীতির প্রয়োজন নেই’। এমন প্রশ্ন আমারও ‘আসলেই কি প্রবাসে দেশীয় রাজনীতির প্রয়োজন আছে?’ ১৭ জানুয়ারী’২০১৬ (সাপ্তাহিক বাংলা পত্রিকা)